TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
Aug 01, 2022 | 7:40 PM
ক্যাটরিনা কইফ- বলিউড সেলেবদের নিয়ে বিতর্ক হবে না এযেন এক কথায় অসম্ভব। তাই এই বিতর্ক থেকে নিজেকে বাঁচাতে পারেননি ক্যাটরিনাও। একটি ফেক ভিডিয়ো ছড়িয়ে পড়ে সকলের হাতে হাতে। যদিও পরবর্তীতে জানা যায় তা ক্যাটরিনার নয়।
কিছু মাস ধরেই গুজব ছিল, ক্যাটরিনা নাকি অন্তঃসত্ত্বা।
তাঁর কথায় ছবির সংলাপ থেকে শুরু করে ছবির গল্প, এতটাই যত্নে তৈরি যে দেখা মাত্রই বোঝা যাবে এটা একটা দীর্ঘদিনের ভাবনা ও প্রচেষ্টায় তৈরি। সেই কারণেই তিনি না বলেননি।
ক্যাটরিনা জানান, অনেক দিন পর এমন একটা চরিত্র তিনি পান যেখানে বেশ মজার ছলে কাজটি করেছেন তিনি। বেশ ভাল লাগার বিষয় তাঁর কাছে। ক্যাটের বিশ্বাস দর্শকদেরও বেশ ভাল লাগবে ছবিটি।
তবে একাধিকবার ক্যাটরিনা সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে তিনি সত্যি ভুতে ভয় পান। এবং ভুতের ছবি খুব একটা দেখেন না। এই কারণেই অর্ধেক ছবি দেখে তিনি বন্ধ করে দিয়েছিলেন।
গত বছর ডিসেম্বর মাসে প্রেমিক ভিকি কৌশলকে রাজস্থানে বিয়ে করেন ক্যাটরিনা।