TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Aug 02, 2022 | 5:57 PM
তবে এবার ফিরল তাঁর ভাগ্য। ঠিক যেমনটা চেয়েছিলেন, তেমনটাই ঘটে তাঁর সঙ্গে। তিনি চেয়েছিলেন একটি বড় প্রজেক্টে যুক্ত হতে। এবার তাঁর বিপরীতে অক্ষয় কুমার ও টাইগার শ্রফ।
গোপনে নাকি বেড়েছিল সম্পর্ক। তাঁরা একে অন্যকে মন দিয়েছিলেন। বিয়েও করেছিলেন। এমনটাই দাবি করে বসেন মডেল জাহ্নবী কাপুর। অভিষেক বচ্চনের জীবনে তখন ঐশ্বর্যের প্রেমের ঝড়।
একে অন্যকে নিয়ে বিয়ের স্বপ্ন দেখছেন। এমনই সময় প্রকাশ্যে হাজির অভিষেকের এই গোপন স্ত্রী। না, ঘটনার সত্যতা নিয়ে কোনওদিন মুখ খুলেননি অভিষেক বচ্চন। তবে আত্মহত্যার চেষ্টা করেছিলেন জাহ্নবী।
যদিও তা চাপা থাকেনি। পুলিশ পর্যন্ত পৌঁছে গিয়েছিল এই খবর। যা নিয়ে রীতিমত সমস্যায় পড়তে হয়েছিল জাহ্নবী কাপুরকে। থানায় টেনে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। যদিও পরবর্তীতে পেয়েছিলেন জামিন।
তবে মুচলেকা জমা দিতে হয়েছিল তাঁকে, যে পরবর্তীতে তিনি এমন কোনও পদক্ষেপ নেবেন না। যা নিয়ে রীতিমত ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ার পাতায়, তবে খুব বেশিদিন স্থায়ী হয়নি অভিষেকের জীবনে এই ঝড়।