বি-টাউনে ক্যাসানোভা মানেই রণবীর কাপুর। তবে তিনি এখন বিবাহিত, তাই ময়দান ফাঁকা। এমনই পরিস্থিতিতে ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে অপর একস্টার, আর তিনি হলেন কার্তিক আরিয়ান।
ক্রমেই তাঁর লাভ লাইফ রঙিন হয়ে উঠছে। একসময় সুশান্তের সঙ্গে মাখো মাখো সম্পর্কে জড়িয়ে ছিলেন সারা আলি খান। কিন্তু সেই সম্পর্কের ইতি হতে খুব বেশিদিন সময় লাগেনি।
তারপরই লাভ আজ কাল ২ ছবির জেরে সম্পর্কের আলোতে আসেন সারা আলি খান ও কার্তিক আরিয়ান। ছবির সেটেই তাঁরা একে অন্যের কাছাকাছি চলে আসেন।
এরপর মাঝে বেশ কিছুটা বিরতি, বলিউডে নানা ওঠা পড়ার সাক্ষী থেকেছেন কার্তিক আরিয়ান। বর্তমানে তিনি ছন্দে ফিরলেন ভুল ভুলাইয়া ২ ছবির হাত ধরে, আর সেই সেটেই কি মন ভিজল তাঁর!
সিদ্ধার্থের সঙ্গে বেশ গভীর সম্পর্ক ছিল কিয়ারা আডবাণীর, এবার সেই সম্পর্কের মাঝে ফাটল ধরল, আর সেই সুবাদেই উঠে এলো প্রকাশ্যে নতুন নাম, আর তিনি হলেন কার্তিক আরিয়ান।
যদিও তাঁদের সম্পর্ক নিয়ে এখনও তেমন জল্পনা সামনে আসেনি, তবে অতীত ঘেঁটে অনুমান করে নেওয়াই যায় যে কার্তিক ও কিয়ারার মধ্যে সম্পর্ক এখন বেশ গভীর।