Salman Khan Relationship: অবশেষে ৫৬ বছর বয়সে এসে প্রেমে পড়লেন সলমন? মুখ খুললেন বন্ধু

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Dec 13, 2022 | 9:45 AM

Salman Khan Controversy: ৫০ পেড়িয়ে কি সত্যি এবার চুটিয়ে প্রেম করছেন সলমন খান? সম্প্রতি এমনই খবর সোশ্যাল মিডিয়ায় হয়ে উঠল ভাইরাল।

1 / 5
এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিয়া ভাট, রণবীর কাপুর ও অয়ন মুখোপাধ্যায়কেও এদিন বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হতে দেখা যায়। শাহরুখ সলমন এদিন আলাদাই উপস্থিত হয়েছিলেন এ অনুষ্ঠানে।

এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিয়া ভাট, রণবীর কাপুর ও অয়ন মুখোপাধ্যায়কেও এদিন বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হতে দেখা যায়। শাহরুখ সলমন এদিন আলাদাই উপস্থিত হয়েছিলেন এ অনুষ্ঠানে।

2 / 5
সলমন-ক্যাটরিনা- সলমন খান ও ক্যাটরিনা কইফ একে অন্যের পাশে ছিলেন বেশ মানানসই। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এই জুটির সমীকরণ ভক্তদের মনে বেশ পছন্দের।

সলমন-ক্যাটরিনা- সলমন খান ও ক্যাটরিনা কইফ একে অন্যের পাশে ছিলেন বেশ মানানসই। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এই জুটির সমীকরণ ভক্তদের মনে বেশ পছন্দের।

3 / 5
পাঠান ছবিতে শাহরুখের অনুরোধে কেমিয়ো করছেন সলমন খান। পাল্টা টাইগার থ্রি ছবিতেও থাকছেন সাহরুখ খান।

পাঠান ছবিতে শাহরুখের অনুরোধে কেমিয়ো করছেন সলমন খান। পাল্টা টাইগার থ্রি ছবিতেও থাকছেন সাহরুখ খান।

4 / 5
বয়স ৬০ ছুঁই-ছুঁই। তবুও সলমন খানের বিয়ের অপেক্ষায় দিন গুনছে ভক্তরা। সকলের মুখে একটাই প্রশ্ন, কবে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি?

বয়স ৬০ ছুঁই-ছুঁই। তবুও সলমন খানের বিয়ের অপেক্ষায় দিন গুনছে ভক্তরা। সকলের মুখে একটাই প্রশ্ন, কবে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি?

5 / 5
তিনি জানালেন, সলমন খানের মেয়ের বয়সের অভিনেত্রী পুজা হেগেরে। কীভাবে এই ধরনের নোংরা খবর রটে? মানুষের রুচি কোথায় পৌঁছে গিয়েছে? যদিও ট্রোলিং-কে খুব একটা গুরুত্ব দেন না সলমন খান।

তিনি জানালেন, সলমন খানের মেয়ের বয়সের অভিনেত্রী পুজা হেগেরে। কীভাবে এই ধরনের নোংরা খবর রটে? মানুষের রুচি কোথায় পৌঁছে গিয়েছে? যদিও ট্রোলিং-কে খুব একটা গুরুত্ব দেন না সলমন খান।

Next Photo Gallery