Karan Johar Controversy: করণের পছন্দের তালিকায় কেন স্টারকিডদের ঠাঁই? নেপোটিজ়ম নিয়ে দীর্ঘ বিতর্কে খুললেন মুখ

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Dec 13, 2022 | 9:14 AM

Bollywood Gossip: তাঁর ছবি মানেই স্টারকিডদের আগে অধিকার। তাঁর হাত ধরেই অনন্যা পাণ্ডে, আলিয়া ভাট, বরুণ ধাওয়ানেরা বলিউডে পা রেখেছেন।

1 / 5
মাঝে মধ্যেই চর্চায় উঠে আসে এই সেলেবের নাম। তাঁর সহ্গে বিটাউনের সম্পর্ক যে কতটা খারাপ তা আর বুঝিয়ে বলার প্রয়োজন নেই। কারণ প্রতিটা ক্ষেত্রে তিনি বলিউডের বিরুদ্ধে মুখ খুলে থাকেন।

মাঝে মধ্যেই চর্চায় উঠে আসে এই সেলেবের নাম। তাঁর সহ্গে বিটাউনের সম্পর্ক যে কতটা খারাপ তা আর বুঝিয়ে বলার প্রয়োজন নেই। কারণ প্রতিটা ক্ষেত্রে তিনি বলিউডের বিরুদ্ধে মুখ খুলে থাকেন।

2 / 5
ফলে করণ জোহরকে তিনি কি চোখে দেখেন, সেই প্রসঙ্গ বহুবার সামনে এসেছে। তাইবলে চক্ষুশূল এক ব্যক্তির গলায় তিনি মালা দেবেব! এও সম্ভব? নিজে মুখে এমনটাই বলেন কেআরকে।

ফলে করণ জোহরকে তিনি কি চোখে দেখেন, সেই প্রসঙ্গ বহুবার সামনে এসেছে। তাইবলে চক্ষুশূল এক ব্যক্তির গলায় তিনি মালা দেবেব! এও সম্ভব? নিজে মুখে এমনটাই বলেন কেআরকে।

3 / 5
সাল ২০১৪, লোকসভা নির্বাচনের সময় বাজি লড়েছিলেন তিনি। জানিয়েছিলেন যদি লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী যেতেন তবে তিনি নিজের লিঙ্গ পরিবর্তন করে ফেলবেন।

সাল ২০১৪, লোকসভা নির্বাচনের সময় বাজি লড়েছিলেন তিনি। জানিয়েছিলেন যদি লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী যেতেন তবে তিনি নিজের লিঙ্গ পরিবর্তন করে ফেলবেন।

4 / 5
তাই স্টারকিডদের নিয়ে ছবি করলে সেই খাতে কমটাকা দিতে হয়। সেই কারণেই তিনি স্টারকিডদের নিয়ে ছবি বানিয়ে থাকেন।

তাই স্টারকিডদের নিয়ে ছবি করলে সেই খাতে কমটাকা দিতে হয়। সেই কারণেই তিনি স্টারকিডদের নিয়ে ছবি বানিয়ে থাকেন।

5 / 5
তবে কথা রাখতে পারেননি কেআরকে। তিনি সাফ জানিয়েছিলেন, তিনি বিয়ে করবেন, তবে কী হল, ১০ বছর পেরিয়েও সে ইচ্ছেপূরণ করে উঠতে পারলেন না তিনি।

তবে কথা রাখতে পারেননি কেআরকে। তিনি সাফ জানিয়েছিলেন, তিনি বিয়ে করবেন, তবে কী হল, ১০ বছর পেরিয়েও সে ইচ্ছেপূরণ করে উঠতে পারলেন না তিনি।

Next Photo Gallery