AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pics: উদ্বোধনের আগে প্রকাশিত মহাকাশ থেকে তোলা অযোধ্যার রাম মন্দিরের প্রথম ছবি

Ram Temple first satellite pics: সোমবার অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন। তার আগে মহাকাশ থেকে স্যাটেলাইটে তোলা রাম মন্দির ও সংলগ্ন এলাকার প্রথম ছবি প্রকাশ করেছে ইসরো। গত ১৬ ডিসেম্বর নির্মাণকাজ চলাকালীন এই ছবিটি তোলা হয়েছিল বলে টুইট করেছে ইসরো। ছবিতে সরযূ নদী ও নবনির্মিত অযোধ্যা রেলস্টেশনের ছবিও ধরা পড়েছে।

| Updated on: Jan 21, 2024 | 5:23 PM
Share
অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের দিকে তাকিয়ে কেবল দেশ নয়, গোটা বিশ্ব। সোমবার দুপুরে মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের দিকে তাকিয়ে কেবল দেশ নয়, গোটা বিশ্ব। সোমবার দুপুরে মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

1 / 12
উদ্বোধনের আগে মহাকাশ থেকে তোলা অযোধ্যার রাম মন্দিরের ছবি প্রকাশ্যে আনল ইসরো।

উদ্বোধনের আগে মহাকাশ থেকে তোলা অযোধ্যার রাম মন্দিরের ছবি প্রকাশ্যে আনল ইসরো।

2 / 12
মহাকাশ থেকে তোলা অযোধ্যার রাম মন্দিরের ছবি।

মহাকাশ থেকে তোলা অযোধ্যার রাম মন্দিরের ছবি।

3 / 12
সরযূ নদীর তীরে অযোধ্যা রাম মন্দির ও বিমানবন্দরের অদূরেই অবস্থান করছে দীর্ঘ প্রতীক্ষিত রাম মন্দির।

সরযূ নদীর তীরে অযোধ্যা রাম মন্দির ও বিমানবন্দরের অদূরেই অবস্থান করছে দীর্ঘ প্রতীক্ষিত রাম মন্দির।

4 / 12
অযোধ্যার নবনির্মিত রেলস্টেশনও ইসরোর উপগ্রহ চিত্রে স্পষ্ট।

অযোধ্যার নবনির্মিত রেলস্টেশনও ইসরোর উপগ্রহ চিত্রে স্পষ্ট।

5 / 12
রাম মন্দির সংলগ্ন দশরথ মহল ও সরযূ নদী সংস্কার করা হয়েছে, সেটা উপগ্রহ চিত্রে ধরা পড়েছে।

রাম মন্দির সংলগ্ন দশরথ মহল ও সরযূ নদী সংস্কার করা হয়েছে, সেটা উপগ্রহ চিত্রে ধরা পড়েছে।

6 / 12
অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মিত হাজার বছরেও ভূমিকম্প বা বন্যাতে মন্দিরের কোনও ক্ষতি হবে না বলে কর্তৃপক্ষের দাবি।

অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মিত হাজার বছরেও ভূমিকম্প বা বন্যাতে মন্দিরের কোনও ক্ষতি হবে না বলে কর্তৃপক্ষের দাবি।

7 / 12
অযোধ্যার রাম মন্দিরটি লোহা ও সিমেন্ট দিয়ে নয়, স্টিল ও পাথরের গাঁথুনিতে নির্মিত।

অযোধ্যার রাম মন্দিরটি লোহা ও সিমেন্ট দিয়ে নয়, স্টিল ও পাথরের গাঁথুনিতে নির্মিত।

8 / 12
পাথরের পর পাথর সাজিয়ে নাগারা শিল্প রীতি মেনেই রামমন্দিরটি তৈরি হয়েছে।

পাথরের পর পাথর সাজিয়ে নাগারা শিল্প রীতি মেনেই রামমন্দিরটি তৈরি হয়েছে।

9 / 12
 রাম মন্দিরের ভিতরের দেওয়াল থেকে ছাদ পর্যন্ত বিশেষ কারুকাজ সম্পন্ন।

রাম মন্দিরের ভিতরের দেওয়াল থেকে ছাদ পর্যন্ত বিশেষ কারুকাজ সম্পন্ন।

10 / 12
রাম মন্দিরের গর্ভগৃহের দরজা সোনা-খচিত ও বিশেষ কারুকাজ সম্বলিত।

রাম মন্দিরের গর্ভগৃহের দরজা সোনা-খচিত ও বিশেষ কারুকাজ সম্বলিত।

11 / 12
রাম মন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠা হয়েছে রামলালার এই মূর্তিটি। মন্দির উদ্বোধনের আগেই এই ছবি প্রকাশ্যে এনেছে ট্রাস্ট।

রাম মন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠা হয়েছে রামলালার এই মূর্তিটি। মন্দির উদ্বোধনের আগেই এই ছবি প্রকাশ্যে এনেছে ট্রাস্ট।

12 / 12