Premier League: জ্যাক হ্যারিসনের দুরন্ত হ্যাটট্রিকে লিডস ইউনাইটেডের জয়

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 17, 2022 | 10:59 AM

লন্ডন স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের (Premier League) ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে (West Ham United) ৩-২ গোলে হারাল লিডস ইউনাইটেড (Leeds United)। জ্যাক হ্যারিসনের (Jack Harrison) হ্যাটট্রিকে ভর করে ইপিএলে (EPL) দুরন্ত জয় পেল লিডস ইউনাইটেড। তবে এ দিনের ম্যাচে হেরেও, ৩৭ পয়েন্ট নিয়ে লিগ টেবলের ৪ নম্বরে রয়েছে ওয়েস্ট হ্যাম। ২০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে রয়েছে লিডস।

1 / 4
ম্যাচের বয়স যখন মাত্র ১০ মিনিট, জ্যাক হ্যারিসনের (Jack Harrison) প্রথম গোলে এগিয়ে যায় লিডস ইউনাইটেড। (ছবি-লিডস ইউনাইটেড টুইটার)

ম্যাচের বয়স যখন মাত্র ১০ মিনিট, জ্যাক হ্যারিসনের (Jack Harrison) প্রথম গোলে এগিয়ে যায় লিডস ইউনাইটেড। (ছবি-লিডস ইউনাইটেড টুইটার)

2 / 4
শুরুতে পিছিয়ে পড়লেও, ৩৩ মিনিটে সমতা ফেরান ওয়েস্ট হ্যামের জ্যারড বোয়েন (Jarrod Bowen)। (ছবি-প্রিমিয়ার লিগ টুইটার)

শুরুতে পিছিয়ে পড়লেও, ৩৩ মিনিটে সমতা ফেরান ওয়েস্ট হ্যামের জ্যারড বোয়েন (Jarrod Bowen)। (ছবি-প্রিমিয়ার লিগ টুইটার)

3 / 4
৩৭ মিনিটের মাথায় লিডসকে ফের এগিয়ে দেন হ্যারিসন।(ছবি-লিডস ইউনাইটেড টুইটার)

৩৭ মিনিটের মাথায় লিডসকে ফের এগিয়ে দেন হ্যারিসন।(ছবি-লিডস ইউনাইটেড টুইটার)

4 / 4
দ্বিতীয়ার্ধে একসময় ২-২ স্কোরলাইন ছিল। ম্যাচের ৬০ মিনিটে তৃতীয় গোল করে দলকে জেতান হ্যারিসন। (ছবি-লিডস ইউনাইটেড টুইটার)

দ্বিতীয়ার্ধে একসময় ২-২ স্কোরলাইন ছিল। ম্যাচের ৬০ মিনিটে তৃতীয় গোল করে দলকে জেতান হ্যারিসন। (ছবি-লিডস ইউনাইটেড টুইটার)

Next Photo Gallery