Bangla NewsPhoto gallery Jake Wightman wins world 1500m gold in World Athletics Championships and his glory run was commented on by his father
World Athletics Championships: সোনা জিতেছে ছেলে, ঘোষকের ভূমিকায় গর্বিত বাবা
Jake Wightman: ওরিগনে চলতি বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ব্রিটেনের হয়ে ১৫০০ মিটার দৌড়ে প্রথম সোনা জিতেছেন ২৮ বছরের জেক উইটম্যান (Jake Wightman)। বিশ্ব চ্যাম্পিয়নশিপের ১৫০০ মিটার ইভেন্ট চলাকালীন ধারাভাষ্য দিচ্ছিলেন জেকের বাবা জিওফ। ছেলের সোনার দৌড় দেখে আবেগতাড়িত হয়ে পড়েন জিওফ। উত্তেজিত হয়ে তিনি ধারাভাষ্য দিতে দিতেই ছেলের উদ্দেশ্যে বলতে থাকেন, 'দৌড়াও... ওটা বাড়িতেই আসছে।'