TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Mar 19, 2022 | 11:18 AM
জাহ্নবী কাপুর বরাবরই নিজের ফ্যাশন নিয়ে বেশ সচেতন। তাঁর সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই মেলে উত্তর।
কখনও সাবেকি পোশাক, কখনও আবার বোল্ড লুকে ঝড় তোলেন এই সেলেব কন্যা, এবার গাউনে নজরকাড়লেন তিনি।
শরীরের ভাঁজ যেন স্পষ্ট, শরীর জুড়ে কাঁচের ছোঁয়া, নিজেকে পারফেক্ট লুকে তুলে ধরতে জাহ্নবী এবার বোল্ড ডিভা।
হাতে একগুচ্ছ ভালো ছবি। কোথাও গিয়ে যেন সেই সমীকরণে ফাঁক থেকে যাচ্ছে। বি-টাউনে এখন পসার না জমলেও নিজেকে ফ্যাশন দুনিয়ায় প্রমাণ করেছেন জাহ্নবী।
দাপটের সঙ্গে একাধিকবার সাহসী পোশাকে তাঁকে দেখা যায় পোজ দিতে। নানান সংস্থার সঙ্গে মডেল হিসেবে যুক্ত তিনি।
নিজেকে বারে বারে প্রমাণ করে সকলকে চমকে দিয়ে আবারও ট্রেন্ডে উঠে এলো তাঁর নাম। মুহূর্তে ভাইরাল ছবি।