TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Oct 16, 2022 | 5:38 PM
জাহ্নবী কাপুর জানান, তাঁর সম্পর্কে যে ধরনের মন্তব্য ভাইরাল হতে দেখা যায়, সেই কথাগুলো কি আদৌ তিনি বলেছেন! তাঁর বিষয় যা যা লেখা হয়, তা দেখে তিনি এক কথা অবাক, বলেন তাঁকে ঠকানো হচ্ছে।
জাহ্নবী কাপুরের কথায় তিনি বরাবরই খোলা মনে কথা বলে এসেছেন। তবে এবার কোথাও গিয়ে যেন আর সহ্য করতে পারছেন না তিনি। ফলে মিডিয়ার সামনেই মুখ খুললেন শ্রী-কন্যা। তাঁর কথায় তিনি প্রতারিত।
সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বজনপোষণ নিয়ে মুখ খুলে তেমনটাই জানিয়েছেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। বর্তমানে তিনি মিলি ছবির কাজ নিয়ে ব্যস্ত।
খুব একটা বিস্ফোরক মন্তব্য করতে দেখা যায় না জাহ্নবী কাপুরকে। বরাবরই তিনি ভীষণ বুঝে শুনেই কথা বলে থাকেন তিনি। তবে এবার তাঁকে ঘিরে ভাইরাল হওয়া মন্তব্য নিয়ে মুখ খুললেন তিনি। দিলেন সপাট জবাব।
ফলে তা যে কেবল গুজব বা জল্পনাই, তা এক প্রকার স্পষ্ট করে দিয়েছিলেন জাহ্নবী কাপুর। জানিয়ে দিয়েছিলেন তিনি এমন কোনও প্রস্তাবই পাননি। পাশাপাশি এও জানান, শ্রীদেবীর বায়োপিক নিয়ে কোনও চর্চাই বর্তমান নয়।
সবমিলিয়ে, বেশ সুন্দর অভিজ্ঞতা। পাশাপাশি এই ছবিকে ঘিরে জাহ্নবী কাপুর আরো জানান, প্রতিটা চরিত্রের মত এই চরিত্রটিকেও তিনি খুব যত্নের সঙ্গে তৈরি করেছেন। নিজের ১০০% দিতে কখনোই তিনি পিছুপা হন না। ফল এবারও তার ব্যতিক্রম ঘটেনি।