Bangla News » Photo gallery » Japan Has the Strongest Passport in World, Weakest is Afghanistan, See India's Rank in this list
Passport: বিশ্বের সবথেকে শক্তিশালী পাসপোর্ট জাপানের, তালিকায় ভারত কত নম্বরে রয়েছে দেখে নিন…
TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী
Updated on: Jan 12, 2023 | 9:22 AM
Passport List: বিশ্বের সবথেকে দুর্বল পাসপোর্ট হল আফগানিস্তানের। সে দেশের পাসপোর্ট ব্যবহার করে মাত্র ২৭টি দেশে বিনা ভিসায় প্রবেশ করা যায়।
Jan 12, 2023 | 9:22 AM
এক দেশ থেকে অন্য দেশে যেতে প্রয়োজন পাসপোর্টের। পরিচয়পত্র হিসাবেও ব্যবহার করা হয় পাসপোর্ট। প্রত্যেকটি দেশেরই নিজস্ব একটি পাসপোর্ট থাকে। বিশ্বের এতগুলি দেশের মধ্যে কোন দেশের পাসপোর্ট সবথেকে শক্তিশালী, আর কোন দেশের পাসপোর্ট সবথেকে দুর্বল, ২০২৩ সালের জন্য সেই তালিকা প্রকাশ করা হল।
1 / 9
প্রতি বছরের মতো এবারও হেনলি পাসপোর্ট ইনডেক্সের তরফে বিশ্বের অন্যতম শক্তিশালী পাসপোর্ট থেকে সবথেকে দুর্বল পাসপোর্টধারী দেশের নামের তালিকা প্রকাশ করা হল। এই রিপোর্ট অনুযায়ী, বিশ্বের সবথেকে শক্তিশালী পাসপোর্ট হল জাপানের।
2 / 9
জাপানের পাসপোর্ট ব্যবহার করে বিশ্বের ১৯৩টি দেশে বিনা ভিসায় প্রবেশ করা যায়। বিগত পাঁচ বছর ধরেই এই তালিকায় শীর্ষ স্থানে রয়েছে জাপান।
3 / 9
তালিকায় দ্বিতীয় স্থানে একসঙ্গে রয়েছে সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়া। এই দুই দেশের পাসপোর্ট ব্যবহার করে ১৯২টি দেশে বিনা ভিসায় প্রবেশ করা যায়।
4 / 9
এরপরে তালিকায় রয়েছে জার্মানি ও স্পেনের নাম। এই দুই দেশের পাসপোর্টে ১৯০টি দেশে বিনা ভিসায় যাতায়াত করা যায়। তালিকা পরের স্থানগুলি জুড়ে শুধু রয়েছে ইউরোপের বিভিন্ন দেশের নাম।
5 / 9
বিশ্বের অন্য়তম শক্তিধর দেশ আমেরিকার নাম রয়েছে তালিকায় ২২ নম্বরে। মার্কিন যুক্তরাষ্ট্রের পাসপোর্টে মোট ১৮৬টি দেশে বিনা ভিসায় প্রবেশ করা যায়। তালিকায় একই স্থানে রয়েছে সুইৎজারল্যান্ড, নিউজ়িল্যান্ড ও নরওয়ে।
6 / 9
১০৯টি দেশের এই তালিকায় ভারতের নাম রয়েছে ৮৫ নম্বর স্থানে।
7 / 9
বিশ্বের সবথেকে দুর্বল পাসপোর্ট হল আফগানিস্তানের। সে দেশের পাসপোর্ট ব্যবহার করে মাত্র ২৭টি দেশে বিনা ভিসায় প্রবেশ করা যায়। দুর্বলতম পাসপোর্ট প্রতিবেশী দেশ পাকিস্তানেরও।
8 / 9
চিন ও বলিভিয়ার পাসপোর্টের বিশ্বের ৮০টি দেশে বিনা ভিসায় যাতায়াত করা যায়। সেই তুলনায় রাশিয়ার অবস্থান তুলনামূলকভাবে ভাল, সেই দেশের পাসপোর্টে ১১৮টি দেশে প্রবেশ করা যায়।