Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Valentine’s Day 2023: কে প্রথম কাছে এসেছি…গলা উঁচু করে প্রেম জাহির করলেন বুমরা-মনোজরা

ভালোবাসার কোনও আলাদা করে দিন হয় না। প্রেমে থাকলে প্রতিদিনই ভ্যালেন্টাইন্স ডে। তবে রোজ তো আর সোশ্যাল মিডিয়ায় প্রেম জাহির করা যায় না। জন্মদিন, বিবাহবার্ষিকী ছাড়া ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে প্রেম দিবসের জুড়ি নেই। দেশের ক্রিকেটাররা এই উপলক্ষে স্ত্রী-বান্ধবীদের প্রতি ভালোবাসা প্রকাশ করলেন নিজের মতো করে।

| Edited By: | Updated on: Feb 14, 2023 | 6:36 PM
চোট আঘাতে ক্রিকেট খেলা থমকে রয়েছে, প্রেম নয়। সঞ্চালক, সুন্দরী স্ত্রী সঞ্জনা গণেশনের সঙ্গে ট্র্যাডিশনাল পোশাকে একটি সাদা-কালো ছবি পোস্ট করলেন জসপ্রীত বুমরা। সঙ্গে লাভ ইমোজি। (ছবি:ইনস্টাগ্রাম)

চোট আঘাতে ক্রিকেট খেলা থমকে রয়েছে, প্রেম নয়। সঞ্চালক, সুন্দরী স্ত্রী সঞ্জনা গণেশনের সঙ্গে ট্র্যাডিশনাল পোশাকে একটি সাদা-কালো ছবি পোস্ট করলেন জসপ্রীত বুমরা। সঙ্গে লাভ ইমোজি। (ছবি:ইনস্টাগ্রাম)

1 / 8
বর্ডার-গাভাসকর ট্রফির জন্য ভারতে রয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খোয়াজা। প্রেমদিবসে স্ত্রী ব়্যাচেলকে মিস করছেন তিনি। এই ছবি পোস্ট করে তাঁর সাফল্যের পিছনে স্ত্রী ভূমিকার ঢালাও প্রশংসা করলেন খোয়াজা। (ছবি:ইনস্টাগ্রাম)

বর্ডার-গাভাসকর ট্রফির জন্য ভারতে রয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খোয়াজা। প্রেমদিবসে স্ত্রী ব়্যাচেলকে মিস করছেন তিনি। এই ছবি পোস্ট করে তাঁর সাফল্যের পিছনে স্ত্রী ভূমিকার ঢালাও প্রশংসা করলেন খোয়াজা। (ছবি:ইনস্টাগ্রাম)

2 / 8
অজি ওপেনার ডেভিড ওয়ার্নার ও ক্যান্ডিসের প্রেমটা বেশ মাখো মাখো। তিন সন্তানের বাবা ওয়ার্নার স্ত্রীর প্রতি ভালোবাসা জাহির করার কোনও সুযোগ ছাড়েন না।(ছবি:ইনস্টাগ্রাম)

অজি ওপেনার ডেভিড ওয়ার্নার ও ক্যান্ডিসের প্রেমটা বেশ মাখো মাখো। তিন সন্তানের বাবা ওয়ার্নার স্ত্রীর প্রতি ভালোবাসা জাহির করার কোনও সুযোগ ছাড়েন না।(ছবি:ইনস্টাগ্রাম)

3 / 8
ওয়ার্নার এই মুহূর্তে বর্ডার-গাভাসকর ট্রফি খেলতে ব্যস্ত। স্ত্রী ও সন্তানরা তাঁর কাছে নেই। এমন দিনে লেডি লাভকে মিস করাটা স্বাভাবিক।(ছবি:ইনস্টাগ্রাম)

ওয়ার্নার এই মুহূর্তে বর্ডার-গাভাসকর ট্রফি খেলতে ব্যস্ত। স্ত্রী ও সন্তানরা তাঁর কাছে নেই। এমন দিনে লেডি লাভকে মিস করাটা স্বাভাবিক।(ছবি:ইনস্টাগ্রাম)

4 / 8
 স্ত্রীর সঙ্গে মিষ্টি ছবি দিলেন শ্রীলঙ্কার তারকা পেসার লাসিথ মালিঙ্গা। (ছবি:ইনস্টাগ্রাম)

স্ত্রীর সঙ্গে মিষ্টি ছবি দিলেন শ্রীলঙ্কার তারকা পেসার লাসিথ মালিঙ্গা। (ছবি:ইনস্টাগ্রাম)

5 / 8
রঞ্জি ট্রফি ফাইনালের জোর প্রস্তুতি চলছে। তার মধ্যেই স্ত্রী সুস্মিতার জন্য ভালোবাসার বার্তা বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারির। (ছবি:ইনস্টাগ্রাম)

রঞ্জি ট্রফি ফাইনালের জোর প্রস্তুতি চলছে। তার মধ্যেই স্ত্রী সুস্মিতার জন্য ভালোবাসার বার্তা বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারির। (ছবি:ইনস্টাগ্রাম)

6 / 8
যুবরাজ সিং ও হেজেল কিচ এখন এক পুত্রসন্তানের অভিভাবক। একরত্তিকে সামলে প্রেমে গদগদ হতে দোষ কী?(ছবি:ইনস্টাগ্রাম)

যুবরাজ সিং ও হেজেল কিচ এখন এক পুত্রসন্তানের অভিভাবক। একরত্তিকে সামলে প্রেমে গদগদ হতে দোষ কী?(ছবি:ইনস্টাগ্রাম)

7 / 8
এই ছবি পোস্ট করে হেজেলের উদ্দেশে জাতীয় দলের একসময়ের বিধ্বংসী ব্যাটার মজার ছলে লিখলেন, "হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে ওরির মা।"  (ছবি:ইনস্টাগ্রাম)

এই ছবি পোস্ট করে হেজেলের উদ্দেশে জাতীয় দলের একসময়ের বিধ্বংসী ব্যাটার মজার ছলে লিখলেন, "হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে ওরির মা।" (ছবি:ইনস্টাগ্রাম)

8 / 8
Follow Us: