TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Oct 11, 2022 | 6:58 PM
অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের সম্পর্কের সমীকরণের কথা কম বেশি সকলেরই জানা। জয়া বচ্চনকে ভালবেসে বিয়ে করেছিলেন অমিতাভ। যখন অমিতাভের পাশে কেউ ছিলেন না তখন ঢাল হয়ে দাঁড়াতেন জয়া বচ্চন।
তবে খুব বেশিদিনের প্রেম নয়, তড়িঘড়ি বিয়ের পিঁড়িতে বসেছিলেন তাঁরা ঘুরতে যাবেন বলেই। সেখান থেকে শুরু যাত্রা। তবে জয়া বচ্চন সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলতে পছন্দ করেন। একবার নিজেই কেবিসি-র হট সিটে বসে করেছিলেন অমিতাভের পর্দা ফাঁস।
প্রকাশ্যেই জানিয়ে দিয়েছিলেন, অমিতাভ বচ্চনের আজব কাণ্ড। কারুর কাজ ভাল লাগলে অমিতাভ বচ্চন তাঁকে চিঠি পাঠান ও ফুল পাঠান। তবে এত বছরের সম্পর্কের থেকেও তেমন কোনও উপহার এখন জয়া বচ্চন পাননি।
সকলের সামনেই জিজ্ঞেস করেন তিনি, সত্যি কি এমন কিছু ঘটেছিল! অমিতাভ জয়াকে এক প্রকার চুপ করানোর জন্যই বলে দেন, এটা সম্প্রচারিত হবে, এখানে এসব কথা বলা যায় না।
এখানেও শেষ নয়, জয়া করেন পাল্টা প্রশ্ন, একটা দীপে যদি অমিতাভ ও জয়া আটকে পড়েন কী করবেন তিনি! অমিতাভ বচ্চন জানতে চান অপশন, তিনি বলেন, এর কোনও অপশনই নেই।