এবারের প্রতিযোগিতায় প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল নর্দার্ন সুপারচার্জার্স এবং ওভাল ইনভিন্সিবল। লন্ডন ওভালে হল প্রথম ম্যাচ। (ছবি : টুইটার)
নর্দার্ন সুপারচার্জার্সে খেলেন ভারতের মিডল অর্ডার ব্যাটার জেমিমা রডরিগজ। প্রথম ম্যাচে টসে হেরে ব্যাট করেন জেমিমারা। ১০০ বলে ১৪৩-৫ করে সুপারচার্জার্স। (ছবি : টুইটার)
বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে রানার্স হয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল (Team India)। দারুণ ছন্দে ছিলেন জেমিমা রডরিগজ। (ছবি : টুইটার)
ওপেনিংয়ে নেমে ৩২ বলে ৫১ রানের অনবদ্য ইনিংস জেমিমা রডরিগজের (Jemimah Rodrigues)। ইনিংসে ৮ টি বাউন্ডারি মেরেছেন জেমিমা। অর্ধশতরানে এবারের মরসুম শুরু জেমিমার। (ছবি : টুইটার)
সোনার পদকের ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নেমেছিল ভারত। হরমনপ্রীত কৌর-জেমিমা জুটিতে ম্যাচে ছিল ভারত। শেষ অবধি মাত্র ৯ রানে হার। (ছবি : টুইটার)