Happy Birthday Jhulan Goswami: আজ চল্লিশে পা ‘চাকদা এক্সপ্রেস’-এর
আজ ২৫ নভেম্বর। ভারতের কিংবদন্তি মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর (Jhulan Goswami) ৪০তম জন্মদিন। ভারতের গর্ব ঝুলন। চাকদহের ঝুলন যে নিজেকে একদিন বিশ্বমঞ্চে এভাবে প্রতিষ্ঠিত করবেন, সাফল্যের শিখরে পৌঁছবেন, তা হয়তো তিনি নিজেও কল্পনা করতে পারেননি। হ্যারি-স্মৃতিদের সেই ঝুলুদি আজ একাধিক মেয়ের ক্রিকেট খেলার অনুপ্রেরণা।
Most Read Stories