Happy Birthday Jhulan Goswami: আজ চল্লিশে পা ‘চাকদা এক্সপ্রেস’-এর

আজ ২৫ নভেম্বর। ভারতের কিংবদন্তি মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর (Jhulan Goswami) ৪০তম জন্মদিন। ভারতের গর্ব ঝুলন। চাকদহের ঝুলন যে নিজেকে একদিন বিশ্বমঞ্চে এভাবে প্রতিষ্ঠিত করবেন, সাফল্যের শিখরে পৌঁছবেন, তা হয়তো তিনি নিজেও কল্পনা করতে পারেননি। হ্যারি-স্মৃতিদের সেই ঝুলুদি আজ একাধিক মেয়ের ক্রিকেট খেলার অনুপ্রেরণা।

| Edited By: | Updated on: Nov 25, 2022 | 10:30 AM
আজ ২৫ নভেম্বর। ভারতের কিংবদন্তি মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর (Jhulan Goswami) ৪০তম জন্মদিন। ভারতের গর্ব ঝুলন। চাকদহের ঝুলন যে নিজেকে একদিন বিশ্বমঞ্চে এভাবে প্রতিষ্ঠিত করবেন, সাফল্যের শিখরে পৌঁছবেন, তা হয়তো তিনি নিজেও কল্পনা করতে পারেননি। হ্যারি-স্মৃতিদের সেই ঝুলুদি আজ একাধিক মেয়ের ক্রিকেট খেলার অনুপ্রেরণা।

আজ ২৫ নভেম্বর। ভারতের কিংবদন্তি মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর (Jhulan Goswami) ৪০তম জন্মদিন। ভারতের গর্ব ঝুলন। চাকদহের ঝুলন যে নিজেকে একদিন বিশ্বমঞ্চে এভাবে প্রতিষ্ঠিত করবেন, সাফল্যের শিখরে পৌঁছবেন, তা হয়তো তিনি নিজেও কল্পনা করতে পারেননি। হ্যারি-স্মৃতিদের সেই ঝুলুদি আজ একাধিক মেয়ের ক্রিকেট খেলার অনুপ্রেরণা।

1 / 5
১৯৯২ সালের বিশ্বকাপ ঝুলন গোস্বামীকে ক্রিকেটের দিকে টেনে নিয়ে গিয়েছিল। তার ১০ বছর পর, ২০০২ সালে ভারতের জার্সি গায়ে তোলার সুযোগ পেয়েছিলেন ঝুলন। এরপর বিশ্বমঞ্চে নিজেকে প্রতিষ্ঠিত করতে আর খুব বেশি সময় লাগেনি চাকদা এক্সপ্রেসের।

১৯৯২ সালের বিশ্বকাপ ঝুলন গোস্বামীকে ক্রিকেটের দিকে টেনে নিয়ে গিয়েছিল। তার ১০ বছর পর, ২০০২ সালে ভারতের জার্সি গায়ে তোলার সুযোগ পেয়েছিলেন ঝুলন। এরপর বিশ্বমঞ্চে নিজেকে প্রতিষ্ঠিত করতে আর খুব বেশি সময় লাগেনি চাকদা এক্সপ্রেসের।

2 / 5
অনেকেই হয়তো জানেন না, ১৯৯৭ সালে মহিলাদের বিশ্বকাপে বল গার্ল ছিলেন ঝুলন গোস্বামী। সেই তখন থেকেই দেশের জার্সি গায়ে চাপিয়ে বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখাও শুরু করে দেন ঝুলন।

অনেকেই হয়তো জানেন না, ১৯৯৭ সালে মহিলাদের বিশ্বকাপে বল গার্ল ছিলেন ঝুলন গোস্বামী। সেই তখন থেকেই দেশের জার্সি গায়ে চাপিয়ে বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখাও শুরু করে দেন ঝুলন।

3 / 5
২০০২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে চেন্নাইয়ের মাঠে অভিষেক হয়েছিল ঝুলন গোস্বামীর। সেই ইংল্যান্ডের বিরুদ্ধেই ২৪ সেপ্টেম্বর লর্ডসে কেরিয়ারের শেষ ম্যাচে খেলেছেন ঝুলন।

২০০২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে চেন্নাইয়ের মাঠে অভিষেক হয়েছিল ঝুলন গোস্বামীর। সেই ইংল্যান্ডের বিরুদ্ধেই ২৪ সেপ্টেম্বর লর্ডসে কেরিয়ারের শেষ ম্যাচে খেলেছেন ঝুলন।

4 / 5
দেশের জার্সিতে ১২টি টেস্টে মোট ৪৪টি উইকেট নিয়েছেন ঝুলন। ২০৪টি আন্তর্জাতিক ওয়ান ডে ম্যাচে ঝুলনের নামের পাশে রয়েছে ২৫৫টি উইকেট। ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে ঝুলন দেশের হয়ে খেলেছেন ৬৮টি ম্যাচে। ভারতের হয়ে ৬৮টি টি২০ ম্যাচে ৫৬টি উইকেট নিয়েছেন ঝুলন। দেশের হয়ে মোট ২৮৪টি আন্তর্জাতিক ম্যাচে ব্যাট হাতে ১৯২৪ রান করেছেন ঝুলন।

দেশের জার্সিতে ১২টি টেস্টে মোট ৪৪টি উইকেট নিয়েছেন ঝুলন। ২০৪টি আন্তর্জাতিক ওয়ান ডে ম্যাচে ঝুলনের নামের পাশে রয়েছে ২৫৫টি উইকেট। ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে ঝুলন দেশের হয়ে খেলেছেন ৬৮টি ম্যাচে। ভারতের হয়ে ৬৮টি টি২০ ম্যাচে ৫৬টি উইকেট নিয়েছেন ঝুলন। দেশের হয়ে মোট ২৮৪টি আন্তর্জাতিক ম্যাচে ব্যাট হাতে ১৯২৪ রান করেছেন ঝুলন।

5 / 5
Follow Us: