Jhulan Goswami: কেরিয়ারের শেষ আন্তর্জাতিক সিরিজের সামনে চাকদা এক্সপ্রেস

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 18, 2022 | 9:00 AM

আজ থেকে শুরু হচ্ছে ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে ভারতের মহিলা ক্রিকেট দলের তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ। এই সিরিজে যাবতীয় আকর্ষণের কেন্দ্রে থাকবেন বাংলার ঝুলন গোস্বামী। দীর্ঘ ২০ বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ইতি টানতে চলেছেন তারকা পেসার ঝুলন। আজ কেরিয়ারের শেষ আন্তর্জাতিক সিরিজে নামতে চলেছেন চাকদা এক্সপ্রেস।

1 / 5
আজ থেকে শুরু হচ্ছে ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে ভারতের মহিলা ক্রিকেট দলের তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ। এই সিরিজে যাবতীয় আকর্ষণের কেন্দ্রে থাকবেন বাংলার ঝুলন গোস্বামী (Jhulan Goswami)। দীর্ঘ ২০ বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ইতি টানতে চলেছেন তারকা পেসার ঝুলন। আজ কেরিয়ারের শেষ আন্তর্জাতিক সিরিজে নামতে চলেছেন চাকদা এক্সপ্রেস। (ছবি-টুইটার)

আজ থেকে শুরু হচ্ছে ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে ভারতের মহিলা ক্রিকেট দলের তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ। এই সিরিজে যাবতীয় আকর্ষণের কেন্দ্রে থাকবেন বাংলার ঝুলন গোস্বামী (Jhulan Goswami)। দীর্ঘ ২০ বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ইতি টানতে চলেছেন তারকা পেসার ঝুলন। আজ কেরিয়ারের শেষ আন্তর্জাতিক সিরিজে নামতে চলেছেন চাকদা এক্সপ্রেস। (ছবি-টুইটার)

2 / 5
ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হয়েছিল ঝুলন গোস্বামীর। আর ঘটনাচক্রে আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের শেষ ম্যাচে ঝুলন নামবেন সেই ইংল্যান্ডের বিরুদ্ধেই। ২৪ সেপ্টেম্বর লর্ডসে শেষ ম্যাচ খেলার কথা ঝুলনের। (ছবি-টুইটার)

ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হয়েছিল ঝুলন গোস্বামীর। আর ঘটনাচক্রে আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের শেষ ম্যাচে ঝুলন নামবেন সেই ইংল্যান্ডের বিরুদ্ধেই। ২৪ সেপ্টেম্বর লর্ডসে শেষ ম্যাচ খেলার কথা ঝুলনের। (ছবি-টুইটার)

3 / 5
২০০২ সালে ভারতের হয়ে অভিষেক হয়েছিল ঝুলনের। বাংলার তারকা ঝুলনের নামের পাশে মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক উইকেট রয়েছে। (ছবি-টুইটার)

২০০২ সালে ভারতের হয়ে অভিষেক হয়েছিল ঝুলনের। বাংলার তারকা ঝুলনের নামের পাশে মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক উইকেট রয়েছে। (ছবি-টুইটার)

4 / 5
আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে তিন ফর্ম্যাট মিলিয়ে ঝুলন নিয়েছেন মোট ৩৫২টি উইকেট। ২০১টি ওয়ান ডে ম্যাচে ঝুলনের প্রাপ্তি ২৫২টি উইকেট। একদিনের ক্রিকেটে ঝুলন করেছেন ১২২৮ রান।  (ছবি-টুইটার)

আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে তিন ফর্ম্যাট মিলিয়ে ঝুলন নিয়েছেন মোট ৩৫২টি উইকেট। ২০১টি ওয়ান ডে ম্যাচে ঝুলনের প্রাপ্তি ২৫২টি উইকেট। একদিনের ক্রিকেটে ঝুলন করেছেন ১২২৮ রান। (ছবি-টুইটার)

5 / 5
দেশের জার্সিতে যথাক্রমে ১২টি টেস্ট ও ৬৮টি টি-টোয়েন্টি ম্যাচে খেলেছেন বাংলার তারকা ক্রিকেটার। সেখানে চাকদা এক্সপ্রেসের প্রাপ্তি যথাক্রমে ৪৪টি উইকেট ও ৫৬টি উইকেট। একইসঙ্গে ১২টি টেস্টে ঝুলন করেছেন ২৯১ রান। ৬৮টি টোয়েন্টিতে তিনি করেছেন ৪০৫ রান। (ছবি-টুইটার)

দেশের জার্সিতে যথাক্রমে ১২টি টেস্ট ও ৬৮টি টি-টোয়েন্টি ম্যাচে খেলেছেন বাংলার তারকা ক্রিকেটার। সেখানে চাকদা এক্সপ্রেসের প্রাপ্তি যথাক্রমে ৪৪টি উইকেট ও ৫৬টি উইকেট। একইসঙ্গে ১২টি টেস্টে ঝুলন করেছেন ২৯১ রান। ৬৮টি টোয়েন্টিতে তিনি করেছেন ৪০৫ রান। (ছবি-টুইটার)

Next Photo Gallery