Jordan Pickford: ছেলে-সহ দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে, স্বপ্নের বিয়ে ইংরেজ গোলরক্ষকের

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Jul 15, 2022 | 7:00 AM

দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে এভার্টন এবং ইংল্যান্ডের জাতীয় দলের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। তবে কনে একজনই। মলদ্বীপের চোখ ধাঁধানো সমুদ্রকে সাক্ষী রেখে দীর্ঘদিনের বান্ধবী মেগান ডেভিসনের সঙ্গে গাঁটছড়া জর্ডানের।

1 / 6
দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে এভার্টন এবং ইংল্যান্ডের জাতীয় দলের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। তবে কনে একজনই। মলদ্বীপের চোখ ধাঁধানো সমুদ্রকে সাক্ষী রেখে দীর্ঘদিনের বান্ধবী মেগান ডেভিসনের সঙ্গে গাঁটছড়া জর্ডানের। (ছবি:ইনস্টাগ্রাম)

দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে এভার্টন এবং ইংল্যান্ডের জাতীয় দলের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। তবে কনে একজনই। মলদ্বীপের চোখ ধাঁধানো সমুদ্রকে সাক্ষী রেখে দীর্ঘদিনের বান্ধবী মেগান ডেভিসনের সঙ্গে গাঁটছড়া জর্ডানের। (ছবি:ইনস্টাগ্রাম)

2 / 6
করোনা বিশ্বকে গ্রাস করার আগে বিয়ের আইনি সইসাবুদ সেরেছিলেন জর্ডান-মেগান। তবে জাঁকজমক করে বিয়েটা আর হয়নি। বছর দুয়েক পর পড়ে থাকা কাজটাই সেরে ফেললেন দু'জনে।(ছবি:ইনস্টাগ্রাম)

করোনা বিশ্বকে গ্রাস করার আগে বিয়ের আইনি সইসাবুদ সেরেছিলেন জর্ডান-মেগান। তবে জাঁকজমক করে বিয়েটা আর হয়নি। বছর দুয়েক পর পড়ে থাকা কাজটাই সেরে ফেললেন দু'জনে।(ছবি:ইনস্টাগ্রাম)

3 / 6
মলদ্বীপের সমুদ্র সৈকতে স্বপ্নের বিয়ে। ফুল দিয়ে দারুণভাবে সাজানো হয়েছিল মঞ্চ।(ছবি:ইনস্টাগ্রাম)

মলদ্বীপের সমুদ্র সৈকতে স্বপ্নের বিয়ে। ফুল দিয়ে দারুণভাবে সাজানো হয়েছিল মঞ্চ।(ছবি:ইনস্টাগ্রাম)

4 / 6
বিয়ের পর চোখ জুড়ানো ব্যকড্রপে প্রথম চুম্বন নববিবাহিত জর্ডান-মেগানের।(ছবি:ইনস্টাগ্রাম

বিয়ের পর চোখ জুড়ানো ব্যকড্রপে প্রথম চুম্বন নববিবাহিত জর্ডান-মেগানের।(ছবি:ইনস্টাগ্রাম

5 / 6
বাবা-মায়ের মাঝে। জর্ডান-মেগানের বিয়ের সাক্ষী থাকল ছেলে আরলো। সন্তানকে ভালোবাসায় ভরিয়ে দিলেন তাঁরা।(ছবি:ইনস্টাগ্রাম)

বাবা-মায়ের মাঝে। জর্ডান-মেগানের বিয়ের সাক্ষী থাকল ছেলে আরলো। সন্তানকে ভালোবাসায় ভরিয়ে দিলেন তাঁরা।(ছবি:ইনস্টাগ্রাম)

6 / 6
খুব ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও পরিবার উপস্থিত ছিল বিয়েতে। সর্বসাকুল্যে অতিথির সংখ্যা ১৩।

খুব ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও পরিবার উপস্থিত ছিল বিয়েতে। সর্বসাকুল্যে অতিথির সংখ্যা ১৩।

Next Photo Gallery
IND vs ENG: লর্ডসের গ্যালারিতে চাঁদের হাট, ইন্দো-ইংল্যান্ড দ্বৈরথের সাক্ষী সচিন-ধোনিরা
David Beckham: বেকহ্যামের জীবন নিয়ে তথ্যচিত্র, তুলে ধরা হবে অজানা দিক