Bangla NewsPhoto gallery Indian Legends MS Dhoni, Sachin Tendulkar, Sourav Ganguly, Harbhajan Singh, Suresh Raina enjoys 2nd ODI between IND vs ENG at Lord's here see pics
IND vs ENG: লর্ডসের গ্যালারিতে চাঁদের হাট, ইন্দো-ইংল্যান্ড দ্বৈরথের সাক্ষী সচিন-ধোনিরা
ক্রিকেটের মক্কাতে চলছে ভারত-ইংল্যান্ড ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচ। লর্ডসের গ্যালারিতে চাঁদের হাট। রোহিত-বাটলারদের দ্বৈরথ দেখতে লর্ডসে হাজির হয়েছেন সৌরভ-সচিনরা। রয়েছেন ধোনি-রায়না-হরভজনরাও। টসে জিতে শুরুতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাটিং করে ৪৯ ওভারে ২৪৬ রান তুলে অল আউট মইন আলিরা। সিরিজ জিততে হলে মেন ইন ব্লুদের আজ তুলতে হবে ২৪৭ রান।