Bangla NewsPhoto gallery Jorginho missed penalty against Switzerland and Italy and World Cup Qualifier match with 1 1 draw
World Cup Qualifiers: জর্জিনহোর পেনাল্টি মিসে প্রাক বিশ্বকাপে আটকে গেল ইতালি
রোমের স্তাদিও অলিম্পিকোয় বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের (World Cup Qualifiers) ম্যাচে সুইৎজারল্যান্ডের (Switzerland) বিরুদ্ধে ১-১ গোলে ড্রয়ের ফলে বিশ্বকাপে খেলার রাস্তায় একধাপ এগোনো হল না ইতালির। ম্যাচের ১১ মিনিটেই পিছিয়ে পড়েছিল ইতালি (Italy)। তবে ৩৬ মিনিটের মাথায় লরেঞ্জোর গোলে সমতায় ফেরে ইতালি। ম্যাচের শেষের দিকে পেনাল্টি মিস করেন জর্জিনহো। ৭ ম্যাচের ৪টিতে জয় ও ৩টিতে হারের পর ইতালি ও সুইৎজারল্যান্ড গ্রুপ-সি-র প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে। গোলপার্থক্যে পিছিয়ে রয়েছে সুইৎজারল্যান্ড।