K-Beauty Masks: চৈত্রের গরমে মুখ জ্বলছে ব্রণের জ্বালায়! ঝকঝকে-তকতকে ত্বক হবে এই ৫ কোরিয়ান মাস্কে
Battle For Acne: কোনও বাড়তি উপাদান নয়, কোরিয়ান বিউটি স্কিনকেয়ার ব্য়বহার করতে গেলে আগে নিজের ত্বককে জানতে হবে। তাই ত্বকে চিনে কোরিয়ান স্কিনকেয়ার ব্যবহার করা উচিত। চৈত্রের মাঝেই সূর্যেত তেজ ছুঁয়েছে চল্লিশে। তাই এই তীব্র গরমে ও ঘামের কারণে মুখের ত্বকে নানা সমস্যা দেখা যায়। তার মধ্যে ব্রণ হল সবচেয়ে সাধারণ সমস্যা। তাই এই ব্রণর জ্বালা থেকে খুব সহজে রেহাই পেতে কোরিয়ান কিছু মাস্ক ব্যবহার করতে পারেন। উপকার পাবেন হাতেনাতে।
Most Read Stories