AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

K-Beauty Masks: চৈত্রের গরমে মুখ জ্বলছে ব্রণের জ্বালায়! ঝকঝকে-তকতকে ত্বক হবে এই ৫ কোরিয়ান মাস্কে

Battle For Acne: কোনও বাড়তি উপাদান নয়, কোরিয়ান বিউটি স্কিনকেয়ার ব্য়বহার করতে গেলে আগে নিজের ত্বককে জানতে হবে। তাই ত্বকে চিনে কোরিয়ান স্কিনকেয়ার ব্যবহার করা উচিত। চৈত্রের মাঝেই সূর্যেত তেজ ছুঁয়েছে চল্লিশে। তাই এই তীব্র গরমে ও ঘামের কারণে মুখের ত্বকে নানা সমস্যা দেখা যায়। তার মধ্যে ব্রণ হল সবচেয়ে সাধারণ সমস্যা। তাই এই ব্রণর জ্বালা থেকে খুব সহজে রেহাই পেতে কোরিয়ান কিছু মাস্ক ব্যবহার করতে পারেন। উপকার পাবেন হাতেনাতে।

| Updated on: Mar 30, 2024 | 5:20 PM
Share
ত্বককে গ্লাসের মতো ঝকঝকে-তকতকে রাখার জন্য কোরিয়ান বিউটি টিপস বর্তমানে বেশ ট্রেন্ডি। শুধু ভারতে নয়, কোরিয়ান স্কিনকেয়ার সারাবিশ্বেই বিখ্যাত। বলতে গেলে সারাবিশ্বে কোরিয়ান বিউটি টিপস ও বিউটিকেয়ার ঝড় তুলে দিয়েছে। শুধু ঝড় তুলেছে বললে ভুল হবে, বিউটিকেয়ারের ফলাফলকেও অগ্রাহ্য করা যাবে না। কাঁচের মতো চকচকে ত্বকের চাহিদা এখন তুঙ্গে। এছাড়া কোরিয়ান স্কিন ব্যবহার করাও সহজ ও কার্যকর।

ত্বককে গ্লাসের মতো ঝকঝকে-তকতকে রাখার জন্য কোরিয়ান বিউটি টিপস বর্তমানে বেশ ট্রেন্ডি। শুধু ভারতে নয়, কোরিয়ান স্কিনকেয়ার সারাবিশ্বেই বিখ্যাত। বলতে গেলে সারাবিশ্বে কোরিয়ান বিউটি টিপস ও বিউটিকেয়ার ঝড় তুলে দিয়েছে। শুধু ঝড় তুলেছে বললে ভুল হবে, বিউটিকেয়ারের ফলাফলকেও অগ্রাহ্য করা যাবে না। কাঁচের মতো চকচকে ত্বকের চাহিদা এখন তুঙ্গে। এছাড়া কোরিয়ান স্কিন ব্যবহার করাও সহজ ও কার্যকর।

1 / 9
কোনও বাড়তি উপাদান নয়, কোরিয়ান বিউটি স্কিনকেয়ার ব্য়বহার করতে গেলে আগে নিজের ত্বককে জানতে হবে। তাই ত্বকে চিনে কোরিয়ান স্কিনকেয়ার ব্যবহার করা উচিত। চৈত্রের মাঝেই সূর্যেত তেজ ছুঁয়েছে চল্লিশে। তাই এই তীব্র গরমে ও ঘামের কারণে মুখের ত্বকে নানা সমস্যা দেখা যায়। তার মধ্যে ব্রণ হল সবচেয়ে সাধারণ সমস্যা। তাই এই ব্রণর জ্বালা থেকে খুব সহজে রেহাই পেতে কোরিয়ান কিছু মাস্ক ব্যবহার করতে পারেন। উপকার পাবেন হাতেনাতে।

কোনও বাড়তি উপাদান নয়, কোরিয়ান বিউটি স্কিনকেয়ার ব্য়বহার করতে গেলে আগে নিজের ত্বককে জানতে হবে। তাই ত্বকে চিনে কোরিয়ান স্কিনকেয়ার ব্যবহার করা উচিত। চৈত্রের মাঝেই সূর্যেত তেজ ছুঁয়েছে চল্লিশে। তাই এই তীব্র গরমে ও ঘামের কারণে মুখের ত্বকে নানা সমস্যা দেখা যায়। তার মধ্যে ব্রণ হল সবচেয়ে সাধারণ সমস্যা। তাই এই ব্রণর জ্বালা থেকে খুব সহজে রেহাই পেতে কোরিয়ান কিছু মাস্ক ব্যবহার করতে পারেন। উপকার পাবেন হাতেনাতে।

2 / 9
রান্নাঘরের নানা উপাদান দিয়েই ঘরোয়াভাবে ত্বকের পরিচর্চা করা সম্ভব। কোরিয়ান বিউটিকেয়ারেও তাই ব্যবহার করা হয়। ব্রণমুক্ত, উজ্জ্বল ত্বকের জন্য কোরিয়ান স্কিনকেয়ার টিপস বেছে নিতে পারেন। সেগুলি র.েছে আপনারই হাতের নাগালে।

রান্নাঘরের নানা উপাদান দিয়েই ঘরোয়াভাবে ত্বকের পরিচর্চা করা সম্ভব। কোরিয়ান বিউটিকেয়ারেও তাই ব্যবহার করা হয়। ব্রণমুক্ত, উজ্জ্বল ত্বকের জন্য কোরিয়ান স্কিনকেয়ার টিপস বেছে নিতে পারেন। সেগুলি র.েছে আপনারই হাতের নাগালে।

3 / 9
রাইস ওয়াটার ও গ্রিন টি:  ত্বকের জন্য চালের জল যে বেশ উপকারী তা এখন সকলেরই জানা। চালের জল শুধু ব্রণ কমাতে সাহায্য করে তাই নয়, এতে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট বৈশিষ্ট্য, যা ত্বকে আনে লাবণ্য ও উজ্জ্বল। মুখের দাগগুলিও মিলিয়ে যায় এই জলের কারণে। এছাড়া চালের জলের সঙ্গে টি ট্রি তেল মিশিয়ে নিলে তা আরও প্রদাহবিরোধী উপাদানে তৈরি হয়।

রাইস ওয়াটার ও গ্রিন টি: ত্বকের জন্য চালের জল যে বেশ উপকারী তা এখন সকলেরই জানা। চালের জল শুধু ব্রণ কমাতে সাহায্য করে তাই নয়, এতে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট বৈশিষ্ট্য, যা ত্বকে আনে লাবণ্য ও উজ্জ্বল। মুখের দাগগুলিও মিলিয়ে যায় এই জলের কারণে। এছাড়া চালের জলের সঙ্গে টি ট্রি তেল মিশিয়ে নিলে তা আরও প্রদাহবিরোধী উপাদানে তৈরি হয়।

4 / 9
গ্রিন টি  বা টি ট্রি তেলের সঙ্গে কয়েক ফোঁটা চালের জল বা ভাতের ফ্যান মিশিয়ে একটি পেস্ট বানিয়ে ১৫ থেকে ২০ মিনিটের জন্য অপেক্ষা করুন। তারপর ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। ব্রণের প্রবণতা কমে যায় স্বাভাবিকভাবে। ত্বক হবে গ্লাসের মতো চকচকে, উজ্জ্বল।

গ্রিন টি বা টি ট্রি তেলের সঙ্গে কয়েক ফোঁটা চালের জল বা ভাতের ফ্যান মিশিয়ে একটি পেস্ট বানিয়ে ১৫ থেকে ২০ মিনিটের জন্য অপেক্ষা করুন। তারপর ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। ব্রণের প্রবণতা কমে যায় স্বাভাবিকভাবে। ত্বক হবে গ্লাসের মতো চকচকে, উজ্জ্বল।

5 / 9
হায়ালুরোনিক অ্যাসিড এবং গ্লিসারিন হাইড্রেশনও কোরিয়ান বিউটির চাবিকাঠি। তৈলাক্ত এবং ব্রণ-প্রবণ ত্বকের জন্য, আর্দ্রতার ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরিয়ান বিউটি মাস্কে প্রায়শই হায়ালুরোনিক অ্যাসিড ও গ্লিসারিন অন্তর্ভুক্ত থাকে। হিউমেক্ট্যান্ট ত্বকের জল টেনে নিয়ে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। অত্যাধিক ত্বক শুষ্ক হলে প্রাকৃতিক তেল উৎপাদন হতে পারে। তারপরই দেখা যায় ব্রণ, ফুসকুড়ি।

হায়ালুরোনিক অ্যাসিড এবং গ্লিসারিন হাইড্রেশনও কোরিয়ান বিউটির চাবিকাঠি। তৈলাক্ত এবং ব্রণ-প্রবণ ত্বকের জন্য, আর্দ্রতার ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরিয়ান বিউটি মাস্কে প্রায়শই হায়ালুরোনিক অ্যাসিড ও গ্লিসারিন অন্তর্ভুক্ত থাকে। হিউমেক্ট্যান্ট ত্বকের জল টেনে নিয়ে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। অত্যাধিক ত্বক শুষ্ক হলে প্রাকৃতিক তেল উৎপাদন হতে পারে। তারপরই দেখা যায় ব্রণ, ফুসকুড়ি।

6 / 9
কোরিয়ান স্কিনকেয়ারের সবচেয়ে বেশি স্নেইল মিউসিন ব্যবহার করা হয়। এতে গ্লাইকোপ্রোটিন, হায়ালুরোনিক অ্যাসিড ও গ্লাইকোলিক অ্যাসিডের গুণাগুণে ভরপুর। অনেকের এই উপাদান মনের মত নাহলেও ত্বককে উজ্জ্বল ও হাইড্রেটেড রাখতে দারুণ সাহায্য করে। কোষের পুনর্জন্ম করতে, হাইড্রেশন করতে ও এক্সফোলিয়েট করতেও সাহায্য করে। এতে ব্রণের দাগ ম্লান করার জন্য আদর্শ।

কোরিয়ান স্কিনকেয়ারের সবচেয়ে বেশি স্নেইল মিউসিন ব্যবহার করা হয়। এতে গ্লাইকোপ্রোটিন, হায়ালুরোনিক অ্যাসিড ও গ্লাইকোলিক অ্যাসিডের গুণাগুণে ভরপুর। অনেকের এই উপাদান মনের মত নাহলেও ত্বককে উজ্জ্বল ও হাইড্রেটেড রাখতে দারুণ সাহায্য করে। কোষের পুনর্জন্ম করতে, হাইড্রেশন করতে ও এক্সফোলিয়েট করতেও সাহায্য করে। এতে ব্রণের দাগ ম্লান করার জন্য আদর্শ।

7 / 9
একটি পাত্রের মধ্যে ২ কাপ কর্নস্ট্রার্চ ও এক কাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার সেই মিশ্রণটি ১৫ মিনিটের জন্য রেখে দিন। এতে ত্বক হবে হাইড্রেটেড। উজ্জ্বল তো হবেই, ত্বকে একফোঁটা দাগ দেখা যাবে না তাতে।

একটি পাত্রের মধ্যে ২ কাপ কর্নস্ট্রার্চ ও এক কাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার সেই মিশ্রণটি ১৫ মিনিটের জন্য রেখে দিন। এতে ত্বক হবে হাইড্রেটেড। উজ্জ্বল তো হবেই, ত্বকে একফোঁটা দাগ দেখা যাবে না তাতে।

8 / 9
কাওলিন বা বেনটোনাইট মাস্ক হল ব্রণের প্রবণতা রোধের জন্য মোক্ষম প্রতিকার। প্রাকৃতিক এই মাস্ক ত্বকের ছিদ্র থেকে অতিরিক্ত সিবাম শোষণ করে,ব্রণের দাগ তুলতে সাহায্য করে। ত্বককে আলতোভাবে এক্সফোলিয়েট করতেও সম্ভব। ত্বকের মৃত কোষগুলিকে ছিদ্র আটকানো থেকে প্রতিরোধ করতে সহায়তা করে।

কাওলিন বা বেনটোনাইট মাস্ক হল ব্রণের প্রবণতা রোধের জন্য মোক্ষম প্রতিকার। প্রাকৃতিক এই মাস্ক ত্বকের ছিদ্র থেকে অতিরিক্ত সিবাম শোষণ করে,ব্রণের দাগ তুলতে সাহায্য করে। ত্বককে আলতোভাবে এক্সফোলিয়েট করতেও সম্ভব। ত্বকের মৃত কোষগুলিকে ছিদ্র আটকানো থেকে প্রতিরোধ করতে সহায়তা করে।

9 / 9