Bangla NewsPhoto gallery Kalashtami 2024: Bring home these 3 things related to Lord Shiva on Kalashtami
Kalashtami 2024: মহাদেবের সবসময়ের সঙ্গী এই ৩ জিনিস আজই আনুন! ঘুমের মধ্যেও ভাগ্য খুলবে আপনার
Lord Shiva: এদিন কাল ভৈরবের পুজো করা হয়ে থাকে। জীবনে যে কোনও বিপদ এড়াতে, সুখী জীবনযাপন করতে ভক্তরা কালভৈববের পুজো করে থাকেন। মনে করা হয়, জীবনে উপস্তিত কষ্ট, সমস্যা দূর করার জন্য কালভৈরবের পুজো করলে হাতে নাতে সুফল পাওয়া যায়। তাই কালাষ্টমী তিথিতে ভক্তরা ভক্তি সহকারে মহাদিদেবের পূজা করেন। জ্যোতিষশাস্ত্রে কালাষ্টমী তিথিতে বিশেষ ব্যবস্থা নেওয়ার বিধানও রয়েছে। এই নিয়মগুলি মেনে চললে ঘরে সুখ, সমৃদ্ধি বয়ে আসে।