ফের রেগে গিয়েছেন কঙ্গনা রানাওয়াত। তাঁর সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি 'ধকড়' বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে।
কঙ্গনা রানাওয়াত বলেছেন, "রোজ সকালে উঠে দেখছি আমার ছবি 'ধকড়' নিয়ে একাধিক নেতিবাচক কথা বলা হচ্ছে। ছবিটিকে ফ্লপ বলা হচ্ছে।"
সেই সঙ্গে বলিউডের বেশ কিছু ছবির উল্লেখ করেছেন কঙ্গনা। তাঁর বক্তব্য অনুযায়ী, অনেকবেশি বাজেটে তৈরি হওয়া ছবি, যেমন, '৮৩', 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি', 'যুগ যুগ জিও' ফ্লপ করেছে বলিউডে। তা নিয়ে কেন কেউ কোনও কথা বলছেন না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন কঙ্গনা।
কঙ্গনার সাফ বক্তব্য, বলে-বলে, ছবিকে ঘিরে নেতিবাচক কথা প্রচার করে-করে 'ধকড়'কে ফ্লপ করানো হয়েছে।
'ধকড়' ছবির প্রযোজক দীপক মুকুট জানিয়েছেন, তাঁকে নিয়ে তৈরি হওয়া গুজব, যে তিনি ইনভেস্টারদের অর্থ ফিরিয়ে দেওয়ার জন্য সম্পত্তি বিক্রি করে, পুরোটাই মিথ্যা ও ভিত্তিহীন।
'ধকড়' মুক্তি পায় ২০ মে। ছবিতে অভিনয় করেছেন কঙ্গনা রানাওয়াত, অর্জুন রামপাল ও বিদ্যা দত্ত।