Bangla News Photo gallery Kangana Ranaut, Sridevi, Tiger Shroff: 5 times Ram Gopal Varma made controversial statements on Bollywood actors
RGV: টাইগারকে ‘বিকিনি বেব’ আখ্যা , শ্রীদেবীর শরীর নিয়ে মন্তব্য… রামগোপাল মানেই বিতর্ক!
TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস
Oct 18, 2021 | 3:57 PM
কখনও অভিনেত্রীদের শরীর নিয়ে মন্তব্য আবার কখনও করণ জোহরকে তুলোধনা... এমনকি টাইগার শ্রফকে বিকিনি বেবও বলতে দেখা গিয়েছে তাঁকে। বিতর্কিত রামগোপালের জীবনের কিছু চর্চিত বিতর্ক রইল আপনার জন্য...
1 / 6
রামগোপাল বর্মা। পরিচয়ে বলিউডের চিত্র পরিচালক। এক সময় বহু হিট ছবি দিয়েছেন তিনি। তাঁর হাত ধরেই বলিউডে উত্থান হয়েছে বহু নায়িকার। এ হেন রামগোপালও বারেবারেই নিজের মন্তব্যের জেরে জড়িয়েছেন বিতর্ক। কখনও অভিনেত্রীদের শরীর নিয়ে মন্তব্য আবার কখনও করণ জোহরকে তুলোধনা... এমনকি টাইগার শ্রফকে বিকিনি বেবও বলতে দেখা গিয়েছে তাঁকে। বিতর্কিত রামগোপালের জীবনের কিছু চর্চিত বিতর্ক রইল আপনার জন্য...
2 / 6
বলিউডের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন কঙ্গনা রানাওয়াত। বহিরাগত কঙ্গনার নিশানায় ছিলেন স্টারকিডরা। মহারাষ্ট্র সরকারের সঙ্গেই ঠান্ডা লড়াইয়ের সৃষ্টি হয়েছিল তাঁর। সে সময় একটি টুইট করেছিলেন রাম। তিনি লিখেছিলেন, "মনে হচ্ছে মহারাষ্ট্রর পরবর্তী মুখ্যমন্ত্রী কঙ্গনাই হতে চলেছে। তখন বলিউডে কী হবে? তাঁদের সবাইকে টিম্বাক্টু চলে যেতে হবে"। এই বক্তব্য নিয়ে শুরু হয়েছিল জোর বিতর্ক।
3 / 6
২০১৭ সালে টাইগারের জন্মদিনে টাইগারের খালি গায়ে এক পোজ দেওয়া ছবি পোস্ট করে শুভেচ্ছা জানান রাম। শুভেচ্ছার বয়ান ছিল খানিক এরকম-- "তুমি খুব ভাল মার্শাল আর্ট কর। কিন্তু ব্রুসলি যদি তোমার এই বিকিনি বেব অবতারের ছবি পোস্ট করতেন তাহলে তিনি কোনওদিন ব্রুসলি হতে পারতেন না।" টাইগারকে সমকামীদের ন্যায় বলেও কটাক্ষ করেন রাম। পরে যদিও জ্যাকি শ্রফের কাছে তিনি ক্ষমা চেয়ে নেন।
4 / 6
২০১৩ সালে করণ জোহারের উদ্দেশ্যেও একটি টুইট করেন তিনি। টুইটারের মূল বক্তব্য, করণ জোহরের স্টুডেন্ট অব দ্য ইয়ার থেকে অনুপ্রাণিত হয়ে যদি কেউ টিচার অব দ্য ইয়ার বানায় তবে সেটা সেই বছরের সবচেয়ে খারাপ ছবি হবে। পাল্টা ফিরিয়ে দেন করণও। টুইটে তিনি লেখেন, "রামু খারাপ ছবির মালিকানা এখন তোমার। ওই জায়গায় বেশ ভালই আসর জমিয়ে নিয়েছ তুমি।"
5 / 6
সানি লিওনির উদ্দেশ্যেও অবমাননাকর মন্তব্য করেছিলেন রামগোপাল। নারীদিবসে তিনি সানিকে আচমকাই টেনে এনে লিখেছিলেন, "আমি চাই পৃথিবীর সমস্ত মহিলা সানির মতোই সবাইকে আনন্দ দিয়ে বেড়াক।" সানি প্রাক্তন পর্ণ অভিনেত্রী। রাম গোপালের ইঙ্গিত বুঝতে অসুবিধে হয়নি নেটিজেনদের। সানি মুখ না খুললেও রামের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়।
6 / 6
শ্রীদেবীর শরীর নিয়েও মন্তব্য করেছেন রাম গোপাল বর্মা। বলেছিলেন, শ্রীদেবীর আকর্ষণীয় থাইয়ের জন্যই নাকি তিনি নামজাদা অভিনেত্রী হতে পেরেছিলেন। তিনি লিখেছিলেন, "স্টারডম যদি অভিনয় দিয়েই বিচার হতো তবে স্মিতা পাটিল কেন শ্রীদেবীর থেকে বড় অভিনেতা নন? কারণ, নেপথ্যে শ্রীদেবীর 'থান্ডার থাই'। নারী শরীর নিয়ে এ হেন মন্তব্য ভাল চোখে নেননি কেউই।