Koffee With Karan 7: ‘শুধুই ব্রেকআপ, সেক্স ও ডেটিং -এর ইতিহাস’, চরম ট্রোলের শিকার করণের শো
TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Jul 31, 2022 | 7:10 PM
Trolling: এই শো ঘিরে একাধিকবার চর্চা ওঠে তুঙ্গে। কখনও সেলেবদের বিস্ফোরক মন্তব্য, কখনও আবার সম্পর্ক। করণ নিজেই অপছন্দের পাত্রদের নিয়ে মাঝে মধ্যেই ট্রোল ও সমালোচনা করে থাকেন।
1 / 5
বর্তমানে রমরমিয়ে চলছে কফি উইথ করণ। ঝড়ের গতিতে ভাইরাল এই শো-এর প্রতিটা এপিসোড। করণ জোহরের ডাকে এই পর্বে উপস্থিত হতে দেখা য়ায় বহু তারকাকে। কিন্তু তালিকায় থাকলেন না শাহরুখ খান। কেন!
2 / 5
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল করণের শো-এর কিছু নির্দিষ্ট প্রশ্ন, যা ঘুরে ফিরে প্রতিটা এপিসোডে দেখা যাচ্ছে। সেলেবদের ডেটিং-এর ইতিহাস। সেলেবদের সেক্স এর গোপন ফান্ডা। তাঁদের আগামী প্রজেক্ট। সম্পর্ক কখনও আবার অন্দরমহলের গসিপ।
3 / 5
কাকে পছন্দ কাকে নয়, নেপোটিজ়মদের নিয়ে চর্চা, অপছন্দের নিয়ে ঠাট্টা করা প্রভৃতি। সম্প্রতি নাগা চৈতন্যও এই নিয়ে মন্তব্য করে বসলেন। জানালেন, কাজের বিষয় নিয়েই যেন তাঁকে প্রশ্ন করা হয়, কোনও ব্যক্তিগত বিষয়কে কেন্দ্র করে নয়।
4 / 5
এর আগেও ঠিক একই কারণে দীপিকা পাড়ুকোন মুখ ফিরিয়েছেন এই শো থেকে। তাঁকে রণবীর কাপুরের সঙ্গে ডাকা হয়েছিল। কিন্তু কোনও বিতর্কেই যেতে চাননি দীপিকা। অতীতের সম্পর্ক নিয়ে তিনি মন্তব্য করতে নারাজ। সেই কারণেই তিনি করণের শো-তে আসেননি বলেই খবর।
5 / 5
এই শো ঘিরে একাধিকবার চর্চা ওঠে তুঙ্গে। কখনও সেলেবদের বিস্ফোরক মন্তব্য, কখনও আবার সম্পর্ক। করণ নিজেই অপছন্দের পাত্রদের নিয়ে মাঝে মধ্যেই ট্রোল ও সমালোচনা করে থাকেন। যার শিকার হয়েছিলেন একবার খোদ সুশান্ত সিং রাজপুত।