Katrina Kaif: ছবিতে ভূত হওয়ার অভিজ্ঞতা কেমন ক্যাটের?

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Oct 23, 2022 | 9:27 PM

Bhoot Police: ক্যাটরিনা জানান, অনেক দিন পর এমন একটা চরিত্র তিনি পান যেখানে বেশ মজার ছলে কাজটি করেছেন তিনি।

1 / 5
সম্প্রতি ক্যাটরিনা কইফ ব্যস্ত রয়েছেন তাঁর আগামী ছবি ভূত পুলিশ-এর প্রচার নিয়ে। সেখানেই একের পর এক প্রশ্নের উত্তর দিতে দেখা যায় তাঁকে। এবার মুখ খুললেন নিজের চরিত্র নিয়ে।

সম্প্রতি ক্যাটরিনা কইফ ব্যস্ত রয়েছেন তাঁর আগামী ছবি ভূত পুলিশ-এর প্রচার নিয়ে। সেখানেই একের পর এক প্রশ্নের উত্তর দিতে দেখা যায় তাঁকে। এবার মুখ খুললেন নিজের চরিত্র নিয়ে।

2 / 5
ক্যাটরিনা জানান, ভূতের চরিত্রে অভিনয় করাটা ঠিক যেন একটা ছবির জন্য গোটা বিশ্ব হয়ে ওটে। কারণ এই ছবিগুলোর প্রাণ কেন্দ্রই হয়ে ওঠে এই চরিত্র। ক্যাটরিনা কইফ তেমনই এক চরিত্রে অভিনয় করেন ভূত পুলিশে।

ক্যাটরিনা জানান, ভূতের চরিত্রে অভিনয় করাটা ঠিক যেন একটা ছবির জন্য গোটা বিশ্ব হয়ে ওটে। কারণ এই ছবিগুলোর প্রাণ কেন্দ্রই হয়ে ওঠে এই চরিত্র। ক্যাটরিনা কইফ তেমনই এক চরিত্রে অভিনয় করেন ভূত পুলিশে।

3 / 5
তাঁর কথায় বেশকিছু বছর হয়ে গিয়েছে যে তিনি কমেডি ছবি করেননি। সেই কারণেই ক্যাটরিনা এবার কমিডি ছবির প্রস্তাব পেতেই গ্রহণ করে নেন। যদিও এই ছবি বেশ মজার।

তাঁর কথায় বেশকিছু বছর হয়ে গিয়েছে যে তিনি কমেডি ছবি করেননি। সেই কারণেই ক্যাটরিনা এবার কমিডি ছবির প্রস্তাব পেতেই গ্রহণ করে নেন। যদিও এই ছবি বেশ মজার।

4 / 5
তাঁর কথায় ছবির সংলাপ থেকে শুরু করে ছবির গল্প, এতটাই যত্নে তৈরি যে দেখা মাত্রই বোঝা যাবে এটা একটা দীর্ঘদিনের ভাবনা ও প্রচেষ্টায় তৈরি। সেই কারণেই তিনি না বলেননি।

তাঁর কথায় ছবির সংলাপ থেকে শুরু করে ছবির গল্প, এতটাই যত্নে তৈরি যে দেখা মাত্রই বোঝা যাবে এটা একটা দীর্ঘদিনের ভাবনা ও প্রচেষ্টায় তৈরি। সেই কারণেই তিনি না বলেননি।

5 / 5
ক্যাটরিনা জানান, অনেক দিন পর এমন একটা চরিত্র তিনি পান যেখানে বেশ মজার ছলে কাজটি করেছেন তিনি। বেশ ভাল লাগার বিষয় তাঁর কাছে। ক্যাটের বিশ্বাস দর্শকদেরও বেশ ভাল লাগবে ছবিটি।

ক্যাটরিনা জানান, অনেক দিন পর এমন একটা চরিত্র তিনি পান যেখানে বেশ মজার ছলে কাজটি করেছেন তিনি। বেশ ভাল লাগার বিষয় তাঁর কাছে। ক্যাটের বিশ্বাস দর্শকদেরও বেশ ভাল লাগবে ছবিটি।

Next Photo Gallery