TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Nov 26, 2022 | 12:09 PM
কিয়ারা আডবানি, সোশ্যাল মিডিয়ায় যাঁকে নিয়ে বর্তমানে ভক্তদের উত্তেজনার পারদ তুঙ্গে। প্রতিটা ধাপেই যিনি নিজেকে প্রমাণ করে চলেছেন। কিয়ারা আডবানি মানেই এখন নেটপাড়ার হটকেক।
একাধিক ছবি বর্তমানে তাঁর ঝুলিতে। সোশ্যাল মিডিয়াতেও তিনি সমানভাবে যথেষ্ট সক্রিয়। একের পর এক ছবি পোস্ট করে ভক্তদের রাতের ঘুম তিনি উড়িয়েছেন একাধিকবার। উন্মুক্ত শরীরে পোজ় হোক বা ছবির ফোটোশ্যুট, সবেতেই কিয়ারা নিজের বিশেষ ছাপ রেখে গিয়ে থাকেন।
তবে ট্রোলের শিকারও হতে হয়েছে তাঁকে একাধিকবার। কখনও হলুদ পোশাকে শুনতে হয় ম্যাগি ড্রেস, কখনও আবার সাদা পোশাকে তাঁকে নাজেহাল হতে হয় এই শুনে- কেটি পেরির থেকে চুরি করা পোশাক।
সদ্য সামনে এসেছে তাঁর বিজলি লুক। অতীতে কিয়ারা এতো ধরনের চরিত্রে নিজেকে ভেঙে গড়েছেন, যে কোথাও গিয়ে যেন তাঁর প্রতি দর্শকদের আস্থা ক্রমেই বেড়ে চলেছে।
আর দর্শকমহলে চাহিদা তুঙ্গে থাকার ফলে তা রীতিমত তাঁর বাড়ছে পারিশ্রমিকও। বিভিন্ন সিনেমহল থেকে আসছে ডাকও। এখন ঝড়ের গতিতে ভাইরাল তাঁর প্রতিটি কাজের আপডেট। সঙ্গে লাইক, শেয়ারে ভরে উঠছে তাঁর প্রতিটি সোশ্যাল মিডিয়া পোস্টও।