Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

KL Rahul Wedding: বিয়ের আসরে জামা ছিঁড়ে ফালাফালা! ‘সুখ’ পেলেন রাহুল

অভিনেত্রী আথিয়া শেট্টির সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন চারদিন আগে। এ বার সোশ্যাল মিডিয়ায় ছবি দেওয়ার পালা। বিয়ের ছবি আগেই প্রকাশ্যে এনেছিলেন লোকেশ রাহুল। শুক্রবার বিকেলে নিজের নিজের সোশ্যাল মিডিয়ায় গায়ে হলুদের ছবি পোস্ট করলেন নবদম্পতি।

| Edited By: | Updated on: Jan 27, 2023 | 8:21 PM
সেলিব্রিটিদের এক নতুন ট্রেন্ড শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় আগে বিয়ের ছবি দেন। পরে গায়ে হলুদ, সঙ্গীতের ছবি পোস্ট করেন। রাহুল-আথিয়াও তার ব্যতিক্রম নন। (ছবি:টুইটার)

সেলিব্রিটিদের এক নতুন ট্রেন্ড শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় আগে বিয়ের ছবি দেন। পরে গায়ে হলুদ, সঙ্গীতের ছবি পোস্ট করেন। রাহুল-আথিয়াও তার ব্যতিক্রম নন। (ছবি:টুইটার)

1 / 8
বিয়ে করেছেন সোমবার। শুক্রবার বিকেলে গায়ে হলুদের মিষ্টি ছবি দিলেন লোকেশ রাহুল। (ছবি:টুইটার)

বিয়ে করেছেন সোমবার। শুক্রবার বিকেলে গায়ে হলুদের মিষ্টি ছবি দিলেন লোকেশ রাহুল। (ছবি:টুইটার)

2 / 8
গায়ে হলুদের মুহূর্তের একাধিক ছবি পোস্ট করে রাহুল ক্যাপশনে একটাই কথা লেখেন, 'সুখ'। ভালোবাসাকে চিরকালের মতো আপন করে নেওয়ার চেয়ে সুখ বোধহয় অন্য কিছুতে নেই। সেটাই হয়তো বোঝাতে চাইলেন রাহুল।  (ছবি:টুইটার)

গায়ে হলুদের মুহূর্তের একাধিক ছবি পোস্ট করে রাহুল ক্যাপশনে একটাই কথা লেখেন, 'সুখ'। ভালোবাসাকে চিরকালের মতো আপন করে নেওয়ার চেয়ে সুখ বোধহয় অন্য কিছুতে নেই। সেটাই হয়তো বোঝাতে চাইলেন রাহুল। (ছবি:টুইটার)

3 / 8
দীর্ঘদিনের প্রেম পরিণতি পাওয়ার আনন্দ বদলে গেল অট্টহাস্যে। হলুদ আর গাঁদা ফুলের পাপড়িতে মাখামাখি দু'জনে।(ছবি:টুইটার)

দীর্ঘদিনের প্রেম পরিণতি পাওয়ার আনন্দ বদলে গেল অট্টহাস্যে। হলুদ আর গাঁদা ফুলের পাপড়িতে মাখামাখি দু'জনে।(ছবি:টুইটার)

4 / 8
গায়ে হলুদের দিনে বর বধূর পোশাকে সাধারণত হলুদের ছোঁয়া থাকে। তবে রাহুল, আথিয়া হালকা গোলাপি রঙা পোশাক পরেছিলেন।(ছবি:টুইটার)

গায়ে হলুদের দিনে বর বধূর পোশাকে সাধারণত হলুদের ছোঁয়া থাকে। তবে রাহুল, আথিয়া হালকা গোলাপি রঙা পোশাক পরেছিলেন।(ছবি:টুইটার)

5 / 8
বাবা কে.এন লোকেশের সঙ্গে জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে জাতীয় দলের ক্রিকেটার।(ছবি:টুইটার)

বাবা কে.এন লোকেশের সঙ্গে জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে জাতীয় দলের ক্রিকেটার।(ছবি:টুইটার)

6 / 8
বন্ধুরা জামাকাপড় আস্ত রাখলেন না। স্নানের আগে ছিঁড়ে ফেলা হল রাহুলের শেরওয়ানি। (ছবি:টুইটার)

বন্ধুরা জামাকাপড় আস্ত রাখলেন না। স্নানের আগে ছিঁড়ে ফেলা হল রাহুলের শেরওয়ানি। (ছবি:টুইটার)

7 / 8
আথিয়াও ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। গায়ে হলুদের অনুষ্ঠান ঘিরে উভয় পরিবারের খুশি ধরা পড়েছে ছবির মাধ্যমে। (ছবি:টুইটার)

আথিয়াও ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। গায়ে হলুদের অনুষ্ঠান ঘিরে উভয় পরিবারের খুশি ধরা পড়েছে ছবির মাধ্যমে। (ছবি:টুইটার)

8 / 8
Follow Us: