ফিফা বিশ্বকাপে এ বার ম্যাচ পরিচালনার দায়িত্বে দেখা যাবে মহিলা রেফারিদের। বিশ্বকাপ ইতিহাসে এই প্রথমবার। যে তিন মহিলা রেফারি এই দায়িত্বে থাকবেন, তাঁরা হলেন - ইয়ামাসিতা ইয়োশিমি ,সালিমা মুকানসাঙ্গা এবং স্টেফানি ফ্রেপপার্ট। (ছবি-টুইটার)
৩৬ জন রেফারির মধ্যে বাছাই করা হয়েছে ইয়ামাসিতা ইয়োশিমি, সালিমা মুকানসাঙ্গা এবং স্টেফানি ফ্রেপপার্টকে। পুরুষদের বিশ্বকাপে মহিলা রেফারি ইতিহাসে এই প্রথমবার। ঐতিহাসিক মুহূর্তকে কতটা স্মরণীয় করে রাখতে পারেন এই ত্রয়ী মহিলা রেফারি, সেদিকেই তাকিয়ে গোটা ফুটবলমহল। (ছবি-টুইটার)
ইয়ামাশিতা ইয়োশিমি - জাপানি রেফারি ইয়ামাশিতা ইয়োশিমি (Yoshimi Yamashita)। ২০১৯ সালে ফ্রান্সে মহিলা বিশ্বকাপের পর নিয়মিত আন্তর্জাতিক ম্য়াচ পরিচালনার দায়িত্ব পান ইয়োশিমি। ২০২০ অলিম্পিকেও ম্যাচ পরিচালনা করেছেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্র বনাম সুইডেন ম্যাচের দায়িত্বে ছিলেন তিনি। (ছবি-টুইটার)
সালিমা মুকাসেঙ্গা - রোয়ান্ডার রেফারি সালিমা মুকাসেঙ্গা (Salima Mukansanga) ২০১২ সাল থেকে ফিফার রেফারির দায়িত্ব পালন করছেন। ছেলেবেলায় তাঁর স্বপ্ন ছিল বাস্কেটবল খেলা। ইয়ামাশিতার মতো তিনিও ২০২০ টোকিওতে রেফারির দায়িত্ব পালন করেছিলেন। শুধু তাই নয়, এ বছরের শুরুতে আফ্রিকান নেশনস কাপেও রেফারির দায়িত্বে ছিলেন। (ছবি-টুইটার)
স্টেফানি ফ্রেপপার্ট - ৩৮ বছর বয়সী স্টেফানি ফ্রেপপার্ট (Stephanie Frappart) রয়েছেন কাতার বিশ্বকাপে ম্যাচ পরিচালনার দায়িত্বে। ২০১৯ সালে ফ্রান্সে মহিলা বিশ্বকাপেও রেফারিংয়ের দায়িত্ব পালন করেছিলেন তিনি। একই বছরে উয়েফা সুপার কাপের ফাইনালে বাঁশি হাতে নেমে পড়েছিলেন ফ্রেপপার্ট। তিনিই প্রথম মহিলা যিনি প্রথমবার পুরুষদের চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের পরিচালনার দায়িত্ব পান। (ছবি-টুইটার)