আজ থেকে অর্থাৎ ১০ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে পিতৃপক্ষ। এই দিনগুলিতে লোকেরা পূর্বপুরুষদের আশীর্বাদ পেতে ও খুশি করার জন্য সমস্ত সম্ভাব্য ব্যবস্থা গ্রহণ করে।
কিন্তু জানেন কি এই একটি জিনিসের উপর বসে যদি ব্রাহ্মণদের খাবার খাওয়ানো হয়, তাহলে পিতৃপুরুষরা এতে খুব খুশি হন। কুশের আসনে বসে অন্নভোজন করলে পিতৃপুরুষেরা খুব খুশি হন।
কুশের ব্যবহারে আরও কী কী উপকার পাওয়া যায়। এই আসনের অন্যান্য উপকারিতা কী, তা জেনে নিন...
শ্রাদ্ধের সময় কুশের আসনে বসে খাবার খাওয়ানো হলে পিতৃপুরুষরা খুব খুশি হন এবং আশীর্বাদ বর্ষণ করেন।
কোনও পুজো বা আচার পালন করলে কুশের আসনে বসুন। এতে শরীরে শক্তি সঞ্চারিত হতে পারে। কুশের আসনে বসে পূজা করলে বন্ধ হয়ে যাওয়া কাজও শেষ হয়।
কুশ আসনে বসলে সকল মনস্কামনা পূর্ণ হয়। কুশের আসনে বসলে শুধু মানুষের আয়ু বাড়ে তাই নয়, মন ও শরীরও শান্ত থাকে।
কুশের ঘাস দিয়ে ঘরে গঙ্গাজল ছিটিয়ে দিলে তার নেতিবাচক শক্তি ঘর থেকে বিতারিত হয়।