TV9 Bangla Digital | Edited By: megha
Dec 25, 2022 | 8:17 AM
ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে, জাতিপাত ভুলে গিয়ে মানুষ মেতে উঠেছে বড়দিনের উদযাপনে। বিশ্বের প্রায় সব প্রান্তেই ধুমধাম করে ক্রিসমাস পালিত হচ্ছে। কিন্তু এমন কিছু দেশ রয়েছে যেখানে ক্রিসমাস পালন অপরাধের সমান। সেখানে ক্রিসমাস পালন করা নিষিদ্ধ।
ব্রুনেই: ব্রুনেইতে ক্রিসমাস পালন করলে এবং ক্রিসমাসের শুভেচ্ছা বার্তা দিলে পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে। সে দেশের মানুষেরা মনে করেন, ক্রিসমাস পালন করার অর্থ মুসলিমদের ধর্মীয় বিশ্বাসে আঘাত করা।
উত্তর কোরিয়া: উত্তর কোরিয়ায় ধর্মীয় উৎসব পালন নিয়ে নানা রীতি, নিয়ম রয়েছে। সে দেশে একমাত্র রাষ্ট্রনায়কের জন্মদিনে ছুটি থাকে। উত্তর কোরিয়ার মানুষেরা সে দিনটাই ধুমধাম করে উদযাপিত করেন। সেখানে ক্রিসমাস পালিত হয় না।
সৌদি আরব: যে উৎসবের কথা ইসলামে উল্লেখ নেই, সেই দিন সৌদি আরবে উদযাপিত হয় না। ২৫ ডিসেম্বর উপলক্ষ্যে সে দেশে কোনও আয়োজন, আড়ম্বর দেখা যায় না।
সোমালিয়া: নতুন বছর বিশ্বের নানা প্রান্তে উদযাপিত হয়। কিন্তু সোমালিয়ায় ক্রিসমাসের পাশাপাশি নতুন বছরও উদযাপন করা হয় না। সোমালিয়ায় উৎসব উদযাপন নিয়ে নান বিধি নিষেধ রয়েছে।
তাজিকিস্তান: একটা সময় এই দেশে ক্রিসমাস পালিত হত। কিন্তু সে সব এখন অতীত। বড়দিন উপলক্ষে এখানে কোনও উৎসব পালিত হয় না। এমনকী ক্রিসমাসে উপহার বিতরণ কিংবা ক্রিসমাস ট্রি সাজানোও নিষিদ্ধ এই দেশে।