কপিল শর্মা, রাম কাপুর বা শ্বেতা তিওয়ারি, কার সংগ্রহে কত দামি গাড়ি রয়েছে?

Expensive cars owned by TV stars: কারা রয়েছেন তালিকায়, এক নজরে দেখে নেওয়া যাক।

| Edited By: | Updated on: Aug 11, 2021 | 2:12 PM
টেলিভিশনের বহু তারকার গাড়ির শখ। কেউ বা গাড়ির পিছনেও রোজগারের অনেকটা টাকা খরচ করেন। কারা রয়েছেন তালিকায়, এক নজরে দেখে নেওয়া যাক।

টেলিভিশনের বহু তারকার গাড়ির শখ। কেউ বা গাড়ির পিছনেও রোজগারের অনেকটা টাকা খরচ করেন। কারা রয়েছেন তালিকায়, এক নজরে দেখে নেওয়া যাক।

1 / 7
সদ্য একটি নতুন গাড়ি কিনেছেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা রাম কাপুর। ঘন নীল পোর্শে এখন তাঁর গ্যারাজে। ওই নির্দিষ্ট গাড়ি কোম্পানি সোশ্যাল ওয়ালে রামের ছবি শেয়ার করে। এই গাড়ির আনুমানিক দাম এক কোটি ৮২ লক্ষ টাকা।

সদ্য একটি নতুন গাড়ি কিনেছেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা রাম কাপুর। ঘন নীল পোর্শে এখন তাঁর গ্যারাজে। ওই নির্দিষ্ট গাড়ি কোম্পানি সোশ্যাল ওয়ালে রামের ছবি শেয়ার করে। এই গাড়ির আনুমানিক দাম এক কোটি ৮২ লক্ষ টাকা।

2 / 7
হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী রেশমী দেশাইয়ের গ্যারাজে দুটি বিলাসবহুল গাড়ি রয়েছে। একটি বিএমডব্লিউ এবং অন্যটি হল রেঞ্জ রোভার।

হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী রেশমী দেশাইয়ের গ্যারাজে দুটি বিলাসবহুল গাড়ি রয়েছে। একটি বিএমডব্লিউ এবং অন্যটি হল রেঞ্জ রোভার।

3 / 7
কমেডিয়ান কপিল শর্মার আয় নিয়েও কানাঘুষো রয়েছে ইন্ডাস্ট্রিতে। ভলভো এক্স ৩০, রেঞ্জ রোভারের মতো গাড়ি নাকি রয়েছে তাঁর গ্যারাজে। পাশাপাশি তাঁর নাকি নিজস্ব ভ্যানিটি ভ্যানও রয়েছে।

কমেডিয়ান কপিল শর্মার আয় নিয়েও কানাঘুষো রয়েছে ইন্ডাস্ট্রিতে। ভলভো এক্স ৩০, রেঞ্জ রোভারের মতো গাড়ি নাকি রয়েছে তাঁর গ্যারাজে। পাশাপাশি তাঁর নাকি নিজস্ব ভ্যানিটি ভ্যানও রয়েছে।

4 / 7
শ্বেতা তিওয়ারির অভিনয় জীবন এবং ব্যক্তি জীবন দুটোই শিরোনামে থাকে। আনুমানিক ২ কোটি ৪৬ লক্ষ টাকা দিয়ে বিএমডব্লিউ ৭ কেনেন তিনি।

শ্বেতা তিওয়ারির অভিনয় জীবন এবং ব্যক্তি জীবন দুটোই শিরোনামে থাকে। আনুমানিক ২ কোটি ৪৬ লক্ষ টাকা দিয়ে বিএমডব্লিউ ৭ কেনেন তিনি।

5 / 7
টেলিভিশনের আরও এক জনপ্রিয় অভিনেতা রনিত রায়েরও নাকি গাড়ির শখ। শুধু টেলিভিশন নয়, বলিউড ফিল্ম, ওয়েব সিরিজেও কাজ করছেন। ২০১৩-এ অডি আর এইট স্পাইডার ভি ১০ কেনেন তিনি।

টেলিভিশনের আরও এক জনপ্রিয় অভিনেতা রনিত রায়েরও নাকি গাড়ির শখ। শুধু টেলিভিশন নয়, বলিউড ফিল্ম, ওয়েব সিরিজেও কাজ করছেন। ২০১৩-এ অডি আর এইট স্পাইডার ভি ১০ কেনেন তিনি।

6 / 7
কমেডিয়ান ভারতী সিং জীবনে অনেক খারাপ সময় দেখেছেন। কিন্তু এখন তাঁর সুসময়। এক কোটি ৬৭ লক্ষ টাকা দিয়ে বিএমডব্লিউ কিনেছেন তিনি। এ ছাড়াও তাঁর গ্যারাজে আরও দামি গাড়ি নাকি রয়েছে।

কমেডিয়ান ভারতী সিং জীবনে অনেক খারাপ সময় দেখেছেন। কিন্তু এখন তাঁর সুসময়। এক কোটি ৬৭ লক্ষ টাকা দিয়ে বিএমডব্লিউ কিনেছেন তিনি। এ ছাড়াও তাঁর গ্যারাজে আরও দামি গাড়ি নাকি রয়েছে।

7 / 7
Follow Us: