TV9 Bangla Digital | Edited By: megha
Sep 12, 2022 | 6:42 PM
স্বাস্থ্যের ঠিক দিয়ে বিচার করলে আদার জুড়ি মেলা ভার। কিন্তু যদি চুলের যত্ন নেওয়ার প্রসঙ্গ আসে তাহলে কি আপনি একই গুরুত্ব দেবেন আদাকে? চুলকে মজবুত করতেও আপনি কিন্তু আদা ব্যবহার করতে পারেন।
একটি গবেষণা থেকে জানা গিয়েছে, আদার মধ্যে সিলিকন নামক একটি জৈব যৌগ পাওয়া যায়। বৈজ্ঞানিক গবেষণা অনুসারে, এই সিলিকন চুলকে সুস্থ রাখতে সাহায্য করতে পারে।
জিঙ্ক এবং ম্যাগনেসিয়ামের মতো পুষ্টির ঘাটতি চুলের ক্ষতি করতে পারে। এখানে আপনাকে সাহায্য করতে পারে আদা। আদার মধ্যে প্রচুর পরিমাণে জিঙ্ক এবং ম্যাগনেসিয়াম পাওয়া যায়। আদাকে ডায়েটে রাখলেও আপনার চুল ভাল থাকবে।
খুশকি দূর করতে আদা ভীষণ উপকারী। আদার মধ্যে জিঙ্ক পাওয়া যায় যা খুশকির সমস্যা দূর করতে সহায়ক। কিন্তু অনেকেই জানেন না যে আদাকে কীভাবে চুলের যত্নে ব্যবহার করা উচিত। দেখে নিন চুলে আদা ব্যবহারের উপায়।
একটি পাত্রে আদা ও পেঁয়াজের রস একসঙ্গে মিশিয়ে নিন। তারপর এটি চুলের গোড়ায় লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করুন। মিনিট পনেরো রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন। এতে খুশকির সমস্যা দূর হয়ে যাবে।
এছাড়াও আপনি আদার তৈরি হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন। প্রথমে আদার মসৃণ পেস্ট বানিয়ে নিন। এতে ২ চামচ নারকেল তেল মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি স্ক্যাল্পে লাগান এবং ১০ মিনিট রেখে দিন। তারপর শ্যাম্পু করে নিন।