Union Budget Name: বাজেটে ব্ল্যাক, মিলেনিয়াম, ড্রিম; জানেন এর অর্থ?

Union Budget Name: ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন নির্মলা সীতারমন। এই বিভিন্ন বাজেটের ভিন্ন ভিন্ন নামও রয়েছে যেমন, ব্ল্যাক বাজেট, ড্রিম বাজেট।

| Edited By: | Updated on: Jan 08, 2023 | 11:55 PM
ফাইল ছবি

ফাইল ছবি

1 / 6
বাজেট নিয়ে অনেক সাধারণ মানুষের মধ্যেই উৎসাহ দেখা যায়। কারণ এই বাজেটের পরই সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও প্রভাব পড়তে চলেছে। এই বাজেটেই ঠিক হয় কোন জিনিসের দাম বাড়বে। আর কোন জিনিসের দাম কমবে। তবে কেন্দ্রীয় বাজেট সম্বন্ধে কিছু অজানা ও আকর্ষণীয় দিক রয়েছে। আপনি কি জানতেন বিভিন্ন বাজেটের নাম ভিন্ন ভিন্ন।

বাজেট নিয়ে অনেক সাধারণ মানুষের মধ্যেই উৎসাহ দেখা যায়। কারণ এই বাজেটের পরই সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও প্রভাব পড়তে চলেছে। এই বাজেটেই ঠিক হয় কোন জিনিসের দাম বাড়বে। আর কোন জিনিসের দাম কমবে। তবে কেন্দ্রীয় বাজেট সম্বন্ধে কিছু অজানা ও আকর্ষণীয় দিক রয়েছে। আপনি কি জানতেন বিভিন্ন বাজেটের নাম ভিন্ন ভিন্ন।

2 / 6
যেমন ব্ল্যাক বাজেট। ১৯৭৩-৭৪ অর্থবর্ষে বাজেট পেশ করেন তৎকালীন অর্থমন্ত্রী যশবন্তরাও বি চাভান। এই বাজেটকে কালো বাজেট বা ব্ল্য়াক বাজেট (Black Budget) বলা হয়ে থাকে। সেই বছর বাজেটে ৫৫০ কোটি টাকার ঘাটতি হয়েছিল। তখনও পর্যন্ত যা সর্বোচ্চ। তাই এই বাজেটকে কালো বাজেট বলা হয়।

যেমন ব্ল্যাক বাজেট। ১৯৭৩-৭৪ অর্থবর্ষে বাজেট পেশ করেন তৎকালীন অর্থমন্ত্রী যশবন্তরাও বি চাভান। এই বাজেটকে কালো বাজেট বা ব্ল্য়াক বাজেট (Black Budget) বলা হয়ে থাকে। সেই বছর বাজেটে ৫৫০ কোটি টাকার ঘাটতি হয়েছিল। তখনও পর্যন্ত যা সর্বোচ্চ। তাই এই বাজেটকে কালো বাজেট বলা হয়।

3 / 6
যুগান্তকারী বাজেট: ১৯৯১-৯২ অর্থবর্ষে কেন্দ্রীয় বাজেট পেশ করেছিলেন তৎকালীন অর্থমন্ত্রী মনমোহন সিং। তাঁর পেশ করা বাজেট যুগান্তকারী বাজেট (The Epochal Budget) নামে পরিচিত। তাঁর পেশ করা বাজেট থেকেই ভারত অর্থনৈতিক স্বাধীনতা পেয়েছিল বলে মনে করা হয়। এই বাজেট থেকেই ভারতের অর্থনৈতিক অবস্থার সম্পূর্ণ পরিবর্তন হয়ে গিয়েছিল।

যুগান্তকারী বাজেট: ১৯৯১-৯২ অর্থবর্ষে কেন্দ্রীয় বাজেট পেশ করেছিলেন তৎকালীন অর্থমন্ত্রী মনমোহন সিং। তাঁর পেশ করা বাজেট যুগান্তকারী বাজেট (The Epochal Budget) নামে পরিচিত। তাঁর পেশ করা বাজেট থেকেই ভারত অর্থনৈতিক স্বাধীনতা পেয়েছিল বলে মনে করা হয়। এই বাজেট থেকেই ভারতের অর্থনৈতিক অবস্থার সম্পূর্ণ পরিবর্তন হয়ে গিয়েছিল।

4 / 6
১৯৯৭-৯৮ অর্থবর্ষের বাজেটকে স্বপ্নের বাজেট (Dream Budget) বলা হয়ে থাকে। এই বাজেট পেশ করেছিলেন সেই সময়ের অর্থমন্ত্রী পি চিদম্বরম। এই বাজেটকে এহেন নাম দেওয়ার অন্যতম কারণ হল এই বাজেটে ব্যক্তিগত ও কর্পোরেট কর কমিয়ে দেওয়ার প্রস্তাব করা হয়।

১৯৯৭-৯৮ অর্থবর্ষের বাজেটকে স্বপ্নের বাজেট (Dream Budget) বলা হয়ে থাকে। এই বাজেট পেশ করেছিলেন সেই সময়ের অর্থমন্ত্রী পি চিদম্বরম। এই বাজেটকে এহেন নাম দেওয়ার অন্যতম কারণ হল এই বাজেটে ব্যক্তিগত ও কর্পোরেট কর কমিয়ে দেওয়ার প্রস্তাব করা হয়।

5 / 6
২০০০-০১ অর্থবর্ষে যশবন্ত সিনহা যে বাজেট পেশ করেছিলেন তাকে মিলেনিয়াম বাজেট (The Millenium Budget) বলা হয়ে থাকে। এই বাজেট ভারতের তথ্য প্রযুক্তি সেক্টরে বিপ্লব এনেছিল তাই এই বাজেটকে মিলেনিয়াম বাজেট বলা হয়ে থাকে।

২০০০-০১ অর্থবর্ষে যশবন্ত সিনহা যে বাজেট পেশ করেছিলেন তাকে মিলেনিয়াম বাজেট (The Millenium Budget) বলা হয়ে থাকে। এই বাজেট ভারতের তথ্য প্রযুক্তি সেক্টরে বিপ্লব এনেছিল তাই এই বাজেটকে মিলেনিয়াম বাজেট বলা হয়ে থাকে।

6 / 6
Follow Us: