Goddess Kali: কোথাও তিনি শ্যামবর্ণা কোথাও তিনি দশুভূজা! জানেন মায়ের ৭ রূপের কী মাহাত্ম্য?

Oct 22, 2024 | 4:14 PM

Goddess Kali: যজ্ঞ,বলি, মদ, মায়ের পুজোছে নানা উপাচারও। আবার তেমনই মায়ের আছে নানা রূপও। কোথাও তিনি শ্যামবর্ণা, কোথাও তাঁর গায়ের রং নীল। রইল দেবী কালিকার ৭ রূপের হদিস!

1 / 9
'শ্যামা মা কি আমার কালো রে'! বাংলা জুড়ে কালী পুজোর মাহাত্ম্য অনেক। শ্মশানবাসিনী থেকে ঘরে ঘরে পূজিত হওয়ার রয়েছে নানা পৌরাণিক কাহিনী। কড়া নিয়ম মেনে আরাধনা করা হয় দেবী কালিকার। কোথাও তিনি পূজিত হন চামুণ্ডা মতে তো কোথাও আবার তন্ত্র মতে। কোথাও কোথাও দেবীকে কেন্দ্র করেই চলে তন্ত্র সাধনা।

'শ্যামা মা কি আমার কালো রে'! বাংলা জুড়ে কালী পুজোর মাহাত্ম্য অনেক। শ্মশানবাসিনী থেকে ঘরে ঘরে পূজিত হওয়ার রয়েছে নানা পৌরাণিক কাহিনী। কড়া নিয়ম মেনে আরাধনা করা হয় দেবী কালিকার। কোথাও তিনি পূজিত হন চামুণ্ডা মতে তো কোথাও আবার তন্ত্র মতে। কোথাও কোথাও দেবীকে কেন্দ্র করেই চলে তন্ত্র সাধনা।

2 / 9
যজ্ঞ,বলি, মদ, মায়ের পুজোছে নানা উপাচারও। আবার তেমনই মায়ের আছে নানা রূপও। কোথাও তিনি শ্যামবর্ণা, কোথাও তাঁর গায়ের রং নীল। রইল দেবী কালিকার ৭ রূপের হদিস!

যজ্ঞ,বলি, মদ, মায়ের পুজোছে নানা উপাচারও। আবার তেমনই মায়ের আছে নানা রূপও। কোথাও তিনি শ্যামবর্ণা, কোথাও তাঁর গায়ের রং নীল। রইল দেবী কালিকার ৭ রূপের হদিস!

3 / 9
শ্মশান কালী - প্রাচীনকালে ডাকাতদের মধ্যে মায়ের রূপের আরাধনার চল ছিল। মায়ের গায়ের রং হয় কালো। চোখ দিয়ে যেন বেড়িয়ে আসছে তেজ। সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'দেবী চৌধুরানী' উপন্যাসেও মায়ের এই রূপের উল্লেখ ছিল। তবে  গৃহস্থের বাড়িতে কালীর এই রূপের পুজো হয় না একেবারেই। মূলত শ্মশানেই দেবীর এই রূপের পুজো করা হয়।

শ্মশান কালী - প্রাচীনকালে ডাকাতদের মধ্যে মায়ের রূপের আরাধনার চল ছিল। মায়ের গায়ের রং হয় কালো। চোখ দিয়ে যেন বেড়িয়ে আসছে তেজ। সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'দেবী চৌধুরানী' উপন্যাসেও মায়ের এই রূপের উল্লেখ ছিল। তবে গৃহস্থের বাড়িতে কালীর এই রূপের পুজো হয় না একেবারেই। মূলত শ্মশানেই দেবীর এই রূপের পুজো করা হয়।

4 / 9
সিদ্ধকালী - সিদ্ধকালী দেবীর আরাধনা হয় অনেক জায়গায়। দেবীর এই রূপ ভুবনেশ্বরী নামেও পরিচিত। তবে গৃহস্থ বাড়িতে কালীর এই রূপের পুজো হয় না। সাধারণত সাধকেরা এই পুজো করে থাকেন। সিদ্ধকালীর দু'টি হাত, শরীর গয়নায় আবৃত থাকে। দেবীর ডান পা শিবের বুকে এবং বাঁ পা থাকে তাঁর দু'পায়ের মাঝখানে।  মায়ের এই রূপ রক্ত নয়, অমৃত পানে সন্তুষ্ট হন।

সিদ্ধকালী - সিদ্ধকালী দেবীর আরাধনা হয় অনেক জায়গায়। দেবীর এই রূপ ভুবনেশ্বরী নামেও পরিচিত। তবে গৃহস্থ বাড়িতে কালীর এই রূপের পুজো হয় না। সাধারণত সাধকেরা এই পুজো করে থাকেন। সিদ্ধকালীর দু'টি হাত, শরীর গয়নায় আবৃত থাকে। দেবীর ডান পা শিবের বুকে এবং বাঁ পা থাকে তাঁর দু'পায়ের মাঝখানে। মায়ের এই রূপ রক্ত নয়, অমৃত পানে সন্তুষ্ট হন।

5 / 9
মহাকালী - দেবীর এই রূপে দশটি মাথা, দশটি হাত এবং দশটি পা থাকে। মহাকালির সঙ্গে শিবের কোনও অস্তিত্ব নেই। দশ হাতেই রয়েছে অস্ত্র। দেবীর পায়ের তলায় অসুরের কাটা মুণ্ড থাকে। ভূত চতুর্দশীর দুপুরে এমনই দশমাথা মহাকালীর সাধনা করা হয়। তবে এই রূপেও, গৃহস্থ বাড়িতে পুজো করা হয় না।

মহাকালী - দেবীর এই রূপে দশটি মাথা, দশটি হাত এবং দশটি পা থাকে। মহাকালির সঙ্গে শিবের কোনও অস্তিত্ব নেই। দশ হাতেই রয়েছে অস্ত্র। দেবীর পায়ের তলায় অসুরের কাটা মুণ্ড থাকে। ভূত চতুর্দশীর দুপুরে এমনই দশমাথা মহাকালীর সাধনা করা হয়। তবে এই রূপেও, গৃহস্থ বাড়িতে পুজো করা হয় না।

6 / 9
শ্রী কালী - দেবী দুর্গা বা পার্বতীর একটি রূপ শ্রী কালী। অনেকে মনে করেন এই রূপে দেবী দারুক নামে অসুরকে বধ করেছিলেন। পুরাণ অনুয়ায়ী, কালীর এই রূপ মহাদেবের কণ্ঠে প্রবেশ করে তাঁর কণ্ঠের বিষে কৃষ্ণবর্ণা হন এবং পরবর্তীকালে মহাদেব শিশু রূপে স্তন্যপান করে দেবীর শরীর থেকে বিষ গ্রহণ করেন।

শ্রী কালী - দেবী দুর্গা বা পার্বতীর একটি রূপ শ্রী কালী। অনেকে মনে করেন এই রূপে দেবী দারুক নামে অসুরকে বধ করেছিলেন। পুরাণ অনুয়ায়ী, কালীর এই রূপ মহাদেবের কণ্ঠে প্রবেশ করে তাঁর কণ্ঠের বিষে কৃষ্ণবর্ণা হন এবং পরবর্তীকালে মহাদেব শিশু রূপে স্তন্যপান করে দেবীর শরীর থেকে বিষ গ্রহণ করেন।

7 / 9
চামুণ্ডা কালী - চামুণ্ডা হলেন আদিশক্তি। আবার তিনিই ভগবতী দুর্গা। চণ্ড ও মুণ্ড নামে দুই অসুরকে হত্যা করে তিনি ‘চামুণ্ডা’ নামে পরিচিত হন। পার্বতী, চণ্ডী, দুর্গা, চামুণ্ডা ও কালী এক ও অভিন্ন রূপ।

চামুণ্ডা কালী - চামুণ্ডা হলেন আদিশক্তি। আবার তিনিই ভগবতী দুর্গা। চণ্ড ও মুণ্ড নামে দুই অসুরকে হত্যা করে তিনি ‘চামুণ্ডা’ নামে পরিচিত হন। পার্বতী, চণ্ডী, দুর্গা, চামুণ্ডা ও কালী এক ও অভিন্ন রূপ।

8 / 9
ভদ্রকালী - কালীর এই রূপ সাধারণত বারোয়ারি বিভিন্ন মন্দিরে পুজো করা হয়। ভদ্রকালী নামে ভদ্র শব্দটি ব্যবহার হয়েছে কল্যাণ অর্থে এবং কালী শব্দটি ব্যবহৃত হয়েছে জীবনের শেষ সময় বোঝাতে।

ভদ্রকালী - কালীর এই রূপ সাধারণত বারোয়ারি বিভিন্ন মন্দিরে পুজো করা হয়। ভদ্রকালী নামে ভদ্র শব্দটি ব্যবহার হয়েছে কল্যাণ অর্থে এবং কালী শব্দটি ব্যবহৃত হয়েছে জীবনের শেষ সময় বোঝাতে।

9 / 9
দক্ষিণা কালী - মায়ের এই রূপেই সবচেয়ে বেশি পূজিত হন দেবী কালিকা। স্থিতি, শক্তির প্রতীক দেবীর এই রূপ। রূপে দেবীর সঙ্গে থাকেন মহাদেব। দেবীর গায়ের রং কালচে নীল। গলায় থাকে মুণ্ডমালা। চার হাতের দুই হাতে থাকে খড়্গ আর মুণ্ড। দুই হাত থাকে অভয় মুদ্রা ও বরদা মুদ্রায়।

দক্ষিণা কালী - মায়ের এই রূপেই সবচেয়ে বেশি পূজিত হন দেবী কালিকা। স্থিতি, শক্তির প্রতীক দেবীর এই রূপ। রূপে দেবীর সঙ্গে থাকেন মহাদেব। দেবীর গায়ের রং কালচে নীল। গলায় থাকে মুণ্ডমালা। চার হাতের দুই হাতে থাকে খড়্গ আর মুণ্ড। দুই হাত থাকে অভয় মুদ্রা ও বরদা মুদ্রায়।

Next Photo Gallery