Virat Kohli: শুভমন না ফিরলে ফের তিনে বিরাট কোহলি? রইল ‘অপ্রিয়’ পজিশনে পরিসংখ্যান…

Oct 22, 2024 | 9:00 AM

Virat Kohli Record at No 3: ফরম্যাট যাই হোক, ব্যাটিং অর্ডারে তিন নম্বর খুবই গুরুত্বপূর্ণ পজিশন। কখনও ওপেনারের ভূমিকা পালন করতে হতে পারে, আবার কখনও ফিনিশারের। সে কারণেই তিন নম্বরে এমন ব্যাটারই বেছে নেওয়া হয়, যাঁর টেকনিক খুবই ভালো। বিশেষ করে ডিফেন্স। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী নমনীয় হতে হবে। টেস্টে দীর্ঘ সময় এই পজিশনে ব্যাট করেছেন চেতেশ্বর পূজারা। তিনে প্রস্তুত করা হচ্ছে শুভমন গিলকে। বেঙ্গালুরু টেস্টে শুভমন না থাকায় তিনে নামানো হয়েছিল টিমের সেরা ব্যাটার বিরাট কোহলিকে। তিন নম্বরে তাঁর পরিসংখ্যান কী বলছে?

1 / 8
ফরম্যাট যাই হোক, ব্যাটিং অর্ডারে তিন নম্বর খুবই গুরুত্বপূর্ণ পজিশন। কখনও ওপেনারের ভূমিকা পালন করতে হতে পারে, আবার কখনও ফিনিশারের। ছবি: পিটিআই

ফরম্যাট যাই হোক, ব্যাটিং অর্ডারে তিন নম্বর খুবই গুরুত্বপূর্ণ পজিশন। কখনও ওপেনারের ভূমিকা পালন করতে হতে পারে, আবার কখনও ফিনিশারের। ছবি: পিটিআই

2 / 8
সে কারণেই তিন নম্বরে এমন ব্যাটারই বেছে নেওয়া হয়, যাঁর টেকনিক খুবই ভালো হবে। বিশেষ করে ডিফেন্সের ক্ষেত্রে। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী নমনীয় হতে হবে। ছবি: পিটিআই

সে কারণেই তিন নম্বরে এমন ব্যাটারই বেছে নেওয়া হয়, যাঁর টেকনিক খুবই ভালো হবে। বিশেষ করে ডিফেন্সের ক্ষেত্রে। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী নমনীয় হতে হবে। ছবি: পিটিআই

3 / 8
টেস্টে দীর্ঘ সময় এই পজিশনে ব্যাট করেছেন চেতেশ্বর পূজারা। অভিজ্ঞ পূজারা বাদ পড়ার পর তিন নম্বরে খেলছেন শুভমন গিল। তাঁকে সে ভাবেই তৈরি করা হচ্ছে। ছবি: পিটিআই

টেস্টে দীর্ঘ সময় এই পজিশনে ব্যাট করেছেন চেতেশ্বর পূজারা। অভিজ্ঞ পূজারা বাদ পড়ার পর তিন নম্বরে খেলছেন শুভমন গিল। তাঁকে সে ভাবেই তৈরি করা হচ্ছে। ছবি: পিটিআই

4 / 8
নিউজিল্যান্ডের বিরুদ্ধে বেঙ্গালুরু টেস্টে চোটের কারণে খেলতে পারেননি শুভমন গিল। তিনে নামানো হয়েছিল টিমের সেরা ব্যাটার বিরাট কোহলিকে। প্রথম ইনিংসে শূন্য করেছিলেন বিরাট। ছবি: পিটিআই

নিউজিল্যান্ডের বিরুদ্ধে বেঙ্গালুরু টেস্টে চোটের কারণে খেলতে পারেননি শুভমন গিল। তিনে নামানো হয়েছিল টিমের সেরা ব্যাটার বিরাট কোহলিকে। প্রথম ইনিংসে শূন্য করেছিলেন বিরাট। ছবি: পিটিআই

5 / 8
ব্যাটিং অর্ডারে তিন নম্বর বিরাটের জন্য 'পয়া' নয়। বেঙ্গালুরুতে দ্বিতীয় ইনিংসে ৭০ রান করেছিলেন বিরাট কোহলি। যদিও পুরনো পরিসংখ্যান খুবই হতাশার। ছবি: পিটিআই

ব্যাটিং অর্ডারে তিন নম্বর বিরাটের জন্য 'পয়া' নয়। বেঙ্গালুরুতে দ্বিতীয় ইনিংসে ৭০ রান করেছিলেন বিরাট কোহলি। যদিও পুরনো পরিসংখ্যান খুবই হতাশার। ছবি: পিটিআই

6 / 8
অতীতে তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে বিরাট কোহলির স্কোর ছিল যথাক্রমে ১৪*, ৩৪, ১, ৪১, ৩ ও ৪। বেঙ্গালুরুর প্রথম ইনিংসে শূন্য। দ্বিতীয় ইনিংসে অবশেষে হাফসেঞ্চুরি পেরোন। ছবি: পিটিআই

অতীতে তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে বিরাট কোহলির স্কোর ছিল যথাক্রমে ১৪*, ৩৪, ১, ৪১, ৩ ও ৪। বেঙ্গালুরুর প্রথম ইনিংসে শূন্য। দ্বিতীয় ইনিংসে অবশেষে হাফসেঞ্চুরি পেরোন। ছবি: পিটিআই

7 / 8
বেঙ্গালুরুর দ্বিতীয় ইনিংসের আগে তিন নম্বরে তাঁর সর্বসাকুল্যে ছিল ৯৭ রান! সর্বাধিক ৪১ এসেছিল ২০১৩ সালে দিল্লিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। পরিসংখ্যান কিছুটা বদলেছে বেঙ্গালুরুতে দ্বিতীয় ইনিংসে ৭০ রান করায়। ছবি: পিটিআই

বেঙ্গালুরুর দ্বিতীয় ইনিংসের আগে তিন নম্বরে তাঁর সর্বসাকুল্যে ছিল ৯৭ রান! সর্বাধিক ৪১ এসেছিল ২০১৩ সালে দিল্লিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। পরিসংখ্যান কিছুটা বদলেছে বেঙ্গালুরুতে দ্বিতীয় ইনিংসে ৭০ রান করায়। ছবি: পিটিআই

8 / 8
বিরাটের পছন্দ ৪ নম্বর। পুনে টেস্টেও শুভমন গিল না থাকলে বিরাট কোহলিকে তিনেই নামানো হবে কিনা, এই নিয়ে দ্বন্দ্ব থাকতেই পারে। বিরাট অবশ্য চার নম্বরেই সফল। ছবি: পিটিআই

বিরাটের পছন্দ ৪ নম্বর। পুনে টেস্টেও শুভমন গিল না থাকলে বিরাট কোহলিকে তিনেই নামানো হবে কিনা, এই নিয়ে দ্বন্দ্ব থাকতেই পারে। বিরাট অবশ্য চার নম্বরেই সফল। ছবি: পিটিআই

Next Photo Gallery