Jasprit Bumrah: চব্বিশের সিংহাসনে জসপ্রীত বুমরা, কারা রয়েছেন সম্রাটের ধারেকাছে?

Oct 18, 2024 | 6:01 PM

Test Cricket: দেশের মাটিতে চলছে ভারত-নিউজিল্যান্ডের ৩ ম্যাচের টেস্ট সিরিজ। বেঙ্গালুরুতে চলছে এই সিরিজের প্রথম ম্যাচ। সেখানে একখানা উইকেট নিয়েই জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) পৌঁছে গিয়েছেন টেস্টে এ বছরের সবচেয়ে বেশি উইকেটশিকারির তালিকায় শীর্ষে।

1 / 8
বেঙ্গালুরুতে প্রথম ইনিংসে ৪০২ রানে অল আউট হয়েছে নিউজিল্যান্ড। ভারতের ৫ বোলারই উইকেট পেয়েছেন। তাতে একটি উইকেট জসপ্রীত বুমরার। (ছবি-পিটিআই)

বেঙ্গালুরুতে প্রথম ইনিংসে ৪০২ রানে অল আউট হয়েছে নিউজিল্যান্ড। ভারতের ৫ বোলারই উইকেট পেয়েছেন। তাতে একটি উইকেট জসপ্রীত বুমরার। (ছবি-পিটিআই)

2 / 8
 ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্টের তৃতীয় দিন প্রথম উইকেট তুলে নেন জসপ্রীত বুমরা। টম বান্ডেলকে ফিরিয়ে টেস্টে তিনি এ বছরের সবচেয়ে বেশি উইকেটশিকারি হয়েছেন। (ছবি-পিটিআই)

ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্টের তৃতীয় দিন প্রথম উইকেট তুলে নেন জসপ্রীত বুমরা। টম বান্ডেলকে ফিরিয়ে টেস্টে তিনি এ বছরের সবচেয়ে বেশি উইকেটশিকারি হয়েছেন। (ছবি-পিটিআই)

3 / 8
লাল বলের ক্রিকেটে ২০২৪ সালে ১৫তম ইনিংসে ভারতীয় পেসার জসপ্রীত বুমরা এই মাইলস্টোন গড়লেন। টম বান্ডেল এ বছর টেস্টে বুমরার ৩৯তম শিকার। (ছবি-পিটিআই)

লাল বলের ক্রিকেটে ২০২৪ সালে ১৫তম ইনিংসে ভারতীয় পেসার জসপ্রীত বুমরা এই মাইলস্টোন গড়লেন। টম বান্ডেল এ বছর টেস্টে বুমরার ৩৯তম শিকার। (ছবি-পিটিআই)

4 / 8
চলতি বছরে টেস্টে সর্বাধিক উইকেটশিকারির তালিকায় জসপ্রীত বুমরার পরই রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি এ বছর এখনও অবধি টেস্টে ৩৮টি উইকেট নিয়েছেন। (ছবি-পিটিআই)

চলতি বছরে টেস্টে সর্বাধিক উইকেটশিকারির তালিকায় জসপ্রীত বুমরার পরই রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি এ বছর এখনও অবধি টেস্টে ৩৮টি উইকেট নিয়েছেন। (ছবি-পিটিআই)

5 / 8
এ বছর টেস্ট ক্রিকেটে জসপ্রীত বুমরা ও রবিচন্দ্রন অশ্বিনের উইকেটের তালিকা আরও বাড়ার সুযোগ রয়েছে। বেঙ্গালুরু টেস্টেই অশ্বিন ছাপিয়ে যেতে পারেন বুমরাকে। (ছবি-পিটিআই)

এ বছর টেস্ট ক্রিকেটে জসপ্রীত বুমরা ও রবিচন্দ্রন অশ্বিনের উইকেটের তালিকা আরও বাড়ার সুযোগ রয়েছে। বেঙ্গালুরু টেস্টেই অশ্বিন ছাপিয়ে যেতে পারেন বুমরাকে। (ছবি-পিটিআই)

6 / 8
জসপ্রীত বুমরা, রবিচন্দ্রন অশ্বিনের পর এ বছর টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার তালিকায় তিনে রয়েছেন ইংল্যান্ডের গাস আটকিনসন। (ছবি-পিটিআই)

জসপ্রীত বুমরা, রবিচন্দ্রন অশ্বিনের পর এ বছর টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার তালিকায় তিনে রয়েছেন ইংল্যান্ডের গাস আটকিনসন। (ছবি-পিটিআই)

7 / 8
 ক্রিকেট বিশ্বে জসপ্রীত বুমরা নিজের ছাপ দিন দিন প্রকট করছেন। অন্যান্য ক্রিকেট খেলিয়ে দেশের তরুণ বোলারদের অনেকের আদর্শ বুমরা। এ বছর টেস্টে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার দিক থেকে বুমরা, অশ্বিন, গাসের পর রয়েছেন প্রভাব জয়সূর্য, ৩৮টি উইকেট (শ্রীলঙ্কার)। (ছবি-পিটিআই)

ক্রিকেট বিশ্বে জসপ্রীত বুমরা নিজের ছাপ দিন দিন প্রকট করছেন। অন্যান্য ক্রিকেট খেলিয়ে দেশের তরুণ বোলারদের অনেকের আদর্শ বুমরা। এ বছর টেস্টে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার দিক থেকে বুমরা, অশ্বিন, গাসের পর রয়েছেন প্রভাব জয়সূর্য, ৩৮টি উইকেট (শ্রীলঙ্কার)। (ছবি-পিটিআই)

8 / 8
বুমরা যে সিংহাসনে রয়েছেন, তাঁর ধারে কাছে ঘোরাফেরা করছেন অনেকেই। এ বছর টেস্টে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার দিক থেকে পাঁচে রয়েছেন ইংল্যান্ডের তরুণ বোলার শোয়েব বশির। (ছবি-পিটিআই)

বুমরা যে সিংহাসনে রয়েছেন, তাঁর ধারে কাছে ঘোরাফেরা করছেন অনেকেই। এ বছর টেস্টে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার দিক থেকে পাঁচে রয়েছেন ইংল্যান্ডের তরুণ বোলার শোয়েব বশির। (ছবি-পিটিআই)

Next Photo Gallery