বাংলায় দুর্যোগ (ফাইল ছবি)
যেন আকাশের ছাদ ফুটো হয়ে গিয়েছে! এক টানা বৃষ্টি। থামার কোনও লক্ষ্মণই নেই। রাতভর বৃষ্টিতে জলমগ্ন শহরের বিভিন্ন এলাকা। ঢাকুরিয়া, দেশপ্রিয় পার্ক, পার্ক স্ট্রিট, উল্টোডাঙা আন্ডারপাস, পাতিপুকুর আন্ডারপাস, সার্দান অ্যাভিনিউয়ে কোমর সমান জল। (ছবি-দীপঙ্কর দাশগুপ্ত)
টালিগঞ্জ সার্কুলার রোড, তারাতলা, ভবানীপুর, মিন্টো পার্ক, ক্যামাক স্ট্রিট জল থই থই। ঠনঠনিয়া, ক্য়ামাক স্ট্রিট, মিন্টো পার্ক, ঠনঠনিয়া, কলেজ স্ট্রিট, সেক্টর ফাইভ, চিনার পার্ক, কাঁকুড়গাছি, কৈখালি এলাকা জলমগ্ন। (ছবি-দীপঙ্কর দাশগুপ্ত)
কলকাতা বিমানবন্দর জলের তলায়। বিমান অবতরণেও হচ্ছে অসুবিধা। সমস্যায় পড়েছেন বিমান যাত্রীরা। প্রায় গোড়ালির ওপর জল বিমানবন্দরে ঢোকার মুখের রাস্তায়। (ছবি-দীপঙ্কর দাশগুপ্ত)
রাত ১২ টা থেকে আজ বেলা ১২টা পর্যন্ত নিকাশি পাম্পিং স্টেশন ভিত্তিক বৃষ্টিপাতের পরিমাণ। মানিকতলা ১১৫ মিমি বীরপাড়া ১৩৫ মিমি বেলগাছিয়া ১২৯ মিমি ধাপা লক ১৭০ মিমি তপসিয়া ১৪৯ মিমি উল্টোডাঙ্গা ১৩৯ মিমি পামার বাজার ১২১ মিমি ঠনঠনিয়া ১২০ মিমি বালিগঞ্জ ১৪৩ মিমি মোমিনপুর ১৩১ মিমি চেতলা লক ১৩১ মিমি যোধপুর পার্ক ১৪৫ মিমি কালীঘাট ১৪৭ মিমি কাম ডহরি ১২৬ মিমি কিপিটি ক্যানাল ৪০ মিমি দত্ত বাগান ১২৯ মিমি জিনিজিরা বাজার ১০৬ মিমি বেহালা ফ্লায়িং ক্লাব ১২২ মিমি (ছবি- মৃন্ময় চক্রবর্তী)
বৃষ্টির জেরে সেক্টর ফাইভের রাস্তায় বড় কৃষ্ণচূড়া গাছ পড়ে ব্যাহত একদিকের রাস্তায় যান চলাচল। একদিকে নাগাড়ে বৃষ্টি, অন্যদিকে গঙ্গায় জোয়ার। তিলোত্তমার অবস্থা বেহাল। (ছবি- অনিমেশ)