FIFA World Cup 2022: কোরিয়ান স্বপ্নের সমাপ্তি, সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বিদায় নিলেন সনরা

৯০ মিনিটের ম্যাচ যেন ৩৬ মিনিটেই শেষ। ৩৬ মিনিটের মধ্যেই সন হিউন মিনদের জালে ৪ টি বল জড়িয়ে দিয়েছিল ব্রাজিল। বাদ বাকি সময় নিয়মরক্ষা মাত্র।

| Edited By: | Updated on: Dec 06, 2022 | 12:20 PM
মঙ্গলবার দোহার ৯৭৪ স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়াকে নিয়ে একপ্রকার ছেলেখেলায় মেতেছিলেন নেইমার, রিচার্সলিনরা। (ছবি:টুইটার)

মঙ্গলবার দোহার ৯৭৪ স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়াকে নিয়ে একপ্রকার ছেলেখেলায় মেতেছিলেন নেইমার, রিচার্সলিনরা। (ছবি:টুইটার)

1 / 6
৯০ মিনিটের ম্যাচ যেন ৩৬ মিনিটেই শেষ। ৩৬ মিনিটের মধ্যেই সন হিউন মিনদের জালে ৪ টি বল জড়িয়ে দিয়েছিল ব্রাজিল। বাদ বাকি সময় নিয়মরক্ষা মাত্র। (ছবি:টুইটার)

৯০ মিনিটের ম্যাচ যেন ৩৬ মিনিটেই শেষ। ৩৬ মিনিটের মধ্যেই সন হিউন মিনদের জালে ৪ টি বল জড়িয়ে দিয়েছিল ব্রাজিল। বাদ বাকি সময় নিয়মরক্ষা মাত্র। (ছবি:টুইটার)

2 / 6
দ্বিতীয়ার্ধে এক গোল শোধ করলেও ব্রাজিলের সামনে ঘুরে দাঁড়ানো কার্যত অসম্ভবই ছিল দক্ষিণ কোরিয়ার পক্ষে। তাই হল। ৪-১ ব্যবধানে শেষ হয় ম্যাচ। সেই সঙ্গেই শেষ হয়ে গিয়েছে দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপের স্বপ্ন।  (ছবি:টুইটার)

দ্বিতীয়ার্ধে এক গোল শোধ করলেও ব্রাজিলের সামনে ঘুরে দাঁড়ানো কার্যত অসম্ভবই ছিল দক্ষিণ কোরিয়ার পক্ষে। তাই হল। ৪-১ ব্যবধানে শেষ হয় ম্যাচ। সেই সঙ্গেই শেষ হয়ে গিয়েছে দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপের স্বপ্ন। (ছবি:টুইটার)

3 / 6
 পর্তুগালের মত দলকে পরাস্ত করে নকআউট পর্ব নিশ্চিত করে দক্ষিণ কোরিয়া। তবে কোয়ার্টার ফাইনালের পথে ব্রাজিল যে এ ভাবে কাঁটা হয়ে দাঁড়াবে তা বুঝে উঠতে পারেননি কোরিয়ানরা।(ছবি:টুইটার)

পর্তুগালের মত দলকে পরাস্ত করে নকআউট পর্ব নিশ্চিত করে দক্ষিণ কোরিয়া। তবে কোয়ার্টার ফাইনালের পথে ব্রাজিল যে এ ভাবে কাঁটা হয়ে দাঁড়াবে তা বুঝে উঠতে পারেননি কোরিয়ানরা।(ছবি:টুইটার)

4 / 6
এটাই ফুটবল কখন কী হয়ে যায় তা বলা যায় না। কোয়ার্টারের দরজা থেকে এ ভাবে খালি হাতে ফিরে অবশ্যই ভেঙে পড়েছেন সন হিউং মিনরা। হারের পর কোরিয়া ফুটবল অ্যাসোশিয়েসনের তরফে টুইট করে ভক্ত সমর্থকদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানানো হয়েছে। (ছবি:টুইটার)

এটাই ফুটবল কখন কী হয়ে যায় তা বলা যায় না। কোয়ার্টারের দরজা থেকে এ ভাবে খালি হাতে ফিরে অবশ্যই ভেঙে পড়েছেন সন হিউং মিনরা। হারের পর কোরিয়া ফুটবল অ্যাসোশিয়েসনের তরফে টুইট করে ভক্ত সমর্থকদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানানো হয়েছে। (ছবি:টুইটার)

5 / 6
কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশন টুইটারে লেখে, "এই ডিসেম্বরের শীতে যেভাবে আপনারা আমাদের পাশে থেকে আমাদের উল্লাসিত করেছেন তার জন্য আমরা কৃতজ্ঞ। ধন্যবাদ জনতা।" (ছবি:টুইটার)

কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশন টুইটারে লেখে, "এই ডিসেম্বরের শীতে যেভাবে আপনারা আমাদের পাশে থেকে আমাদের উল্লাসিত করেছেন তার জন্য আমরা কৃতজ্ঞ। ধন্যবাদ জনতা।" (ছবি:টুইটার)

6 / 6
Follow Us: