কালো পোশাকে সকলকে তাক লাগিয়েছেন কৃতি স্যানন। কিছুদিন আগেই 'মিমি' ছবিতে সকলের মন জয় করেছিলেন কৃতি শ্যানন। পঞ্কজ ত্রিপাঠীর মতো অভিনেতার সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন।
বলিউডে পা রেখেই অক্ষয় কুমার, কাজল, শাহরুখ খান, বরুণ ধাওয়ানের মতো অভিনেতাদের সঙ্গে জমিয়ে কাজ করেছেন। সামনেই বেশ কয়েকটি ছবির কাজ রয়েছে তাঁর হাতে।
ব্রাইডাল সাজেও তাঁর ধারাবাহিক আকর্ষণীয়তা চোখ ধাঁধিয়ে দিয়েছে অনেকেরই।
বিগ বাজেট প্রোডাকশন হোক কিংবা ওটিটি, সবেই এই মুহূর্তে কৃতির নাম শিরোনামে থাকছেই।
'মিমি' ছবিতে তাঁর অসাধারণ অভিনয়ের জন্য বলিউডে বেশ কিছু ভাল ভাল পরিচালকের চোখে এসে গিয়েছেন তিনি ইতিমধ্যেই।