Krunal Pandya: পান্ডিয়া পরিবারে আগমন ছোট্ট সদস্যের, খেলার সঙ্গী পেল অগস্ত্য
TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী
Jul 24, 2022 | 3:08 PM
রবি দুপুরে সুখবর দিলেন পান্ডিয়া পরিবারের বড় ছেলে ক্রুণাল। পরিবারে এল নতুন সদস্য। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ক্রুণালের স্ত্রী পঙ্খুরি শর্মা। সোশ্যাল মিডিয়ায় সদ্যোজাত ও স্ত্রী-সহ ছবি দিয়ে অনুরাগীদের সঙ্গে সুখবর শেয়ার করেছেন জাতীয় দলের অলরাউন্ডার।
1 / 5
রবি দুপুরে সুখবর দিলেন পান্ডিয়া পরিবারের বড় ছেলে ক্রুণাল। পরিবারে এল নতুন সদস্য। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ক্রুণালের স্ত্রী পঙ্খুরি শর্মা। সোশ্যাল মিডিয়ায় সদ্যোজাত ও স্ত্রী-সহ ছবি দিয়ে অনুরাগীদের সঙ্গে সুখবর শেয়ার করেছেন জাতীয় দলের অলরাউন্ডার।(ছবি:ইনস্টাগ্রাম)
2 / 5
ছবিতে সদ্যোজাতের কপালে চুমু এঁকে দিচ্ছেন ক্রুণাল। বাবা-ছেলের ভালোবাসার মুহূর্ত উপভোগ করলেন সদ্য মা পঙ্খুরি। ছেলের নাম ইতিমধ্যেই ঠিক করে ফেলেছেন দু'জনে। কবীর ক্রুণাল পান্ডিয়া।(ছবি:ইনস্টাগ্রাম)
3 / 5
হার্দিকের ছেলে অগস্ত্য এখন বিগ ব্রাদার। ১ বছরের অগস্ত্য পেল নতুন খেলার সঙ্গী।(ছবি:ইনস্টাগ্রাম)
4 / 5
২০১৭ সালে মডেল পঙ্খুরি শর্মাকে বিয়ে করেন ক্রুণাল। বিয়ের প্রায় পাঁচ বছর পর ক্রুণাল-পঙ্খুরির কোল আলো করে এল সন্তান।(ছবি:ইনস্টাগ্রাম)
5 / 5
নতুন সদস্যের আগমনে পান্ডিয়া পরিবারে এখন খুশির ছোঁয়া। ছোট্ট কবীরকে দেখতে তড়িঘড়ি ছুটি কাটিয়ে মুম্বইয়ে ফিরেছেন হার্দিক-নাতাশাও।(ছবি:ইনস্টাগ্রাম)