Shiva Temples Outside India: বিদেশেও রয়েছে অপূর্ব সুন্দর ৫টি প্রাচীন শিবমন্দির! ইতিহাস জানলে চমকে যাবেন

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Jul 24, 2022 | 3:44 PM

Most Beautiful Shiva Temples: প্রাচীনযুগ থেকেই দেবাধিদেব মহাদেবের পূজার রীতি প্রচলিত রয়েছে। শিবের আরাধনার জন্য পৃথিবীর নানা প্রান্তে স্থাপন করা হয়েছে মন্দির।

1 / 9
অসাধারণ ভাস্কর্যের উদাহরণ শিব মন্দিরগুলির উপর নানা সময়ে নেমে এসেছে প্রাকৃতিক বিপর্যয়, বর্হিশত্রুর আক্রমণ। তারপরেও আপন বিভা নিয়েই স্বমহিমায় রয়ে গিয়েছে মন্দিরগুলি।

অসাধারণ ভাস্কর্যের উদাহরণ শিব মন্দিরগুলির উপর নানা সময়ে নেমে এসেছে প্রাকৃতিক বিপর্যয়, বর্হিশত্রুর আক্রমণ। তারপরেও আপন বিভা নিয়েই স্বমহিমায় রয়ে গিয়েছে মন্দিরগুলি।

2 / 9
ভারতে হাজার হাজার শিবমন্দির রয়েছে। পাথর কুঁদে তৈরি করা সুউচ্চ শিবমন্দিরগুলি এক অপার বিস্ময়। সেই মন্দিরগুলির সৌন্দর্যও মনোমুগ্ধকর। পাথর কেটে সেখানে করা হয় জটিল নকশা! প্রতিটি নকশা একে অপরের থেকে ভিন্ন।

ভারতে হাজার হাজার শিবমন্দির রয়েছে। পাথর কুঁদে তৈরি করা সুউচ্চ শিবমন্দিরগুলি এক অপার বিস্ময়। সেই মন্দিরগুলির সৌন্দর্যও মনোমুগ্ধকর। পাথর কেটে সেখানে করা হয় জটিল নকশা! প্রতিটি নকশা একে অপরের থেকে ভিন্ন।

3 / 9
জানলে অবাক হবেন বিদেশের মাটিতেও রয়েছে একাধিক শিবমন্দির। সেই মন্দির স্থাপনের ইতিহাসও চমকপ্রদ। তাদের নির্মাণকৌশলও জাগায় বিস্ময়। বিদেশ হলেও মন্দিরগুলিতে প্রতিদিন হাজার হাজার ভক্তের আগমন ঘটে।

জানলে অবাক হবেন বিদেশের মাটিতেও রয়েছে একাধিক শিবমন্দির। সেই মন্দির স্থাপনের ইতিহাসও চমকপ্রদ। তাদের নির্মাণকৌশলও জাগায় বিস্ময়। বিদেশ হলেও মন্দিরগুলিতে প্রতিদিন হাজার হাজার ভক্তের আগমন ঘটে।

4 / 9
প্রতিটি মন্দিরেরই রয়েছে প্রাচীন ইতিহাসের সঙ্গে যোগ। আসুন জেনে নেওয়া যাক মন্দিরগুলি সম্পর্কে—

প্রতিটি মন্দিরেরই রয়েছে প্রাচীন ইতিহাসের সঙ্গে যোগ। আসুন জেনে নেওয়া যাক মন্দিরগুলি সম্পর্কে—

5 / 9
পশুপতিনাথ মন্দির, নেপাল : বাগমতী নদীর বাঁকে, কাঠমান্ডুর সন্নিকটে, নেপালের মনলোভা উপত্যকায় রয়েছে পশুপতিনাথ মন্দির। এই মন্দির পশুপতিনাথের আরাধনার উদ্দেশ্যে সমর্পিত। নেপালের প্রাচীনতম মন্দিরগুলির অন্যতম পশুপতিনাথ উপসনাস্থল। মন্দিরের গর্ভগৃহ এবং মন্দিরের প্রাঙ্গণ হল সমগ্র মন্দিরের সর্বাপেক্ষা পবিত্র স্থল। এই মন্দির তৈরি হয়েছে নেপালের প্যাগোডার ধাঁচে। ছাদ তৈরি হয়েছে সোনার প্রলেপ দেওয়া তামা ধাতু দিয়ে। মন্দিরে প্রবেশের প্রধান দরজায় রয়েছে রুপোর প্রলেপ দেওয়া।

পশুপতিনাথ মন্দির, নেপাল : বাগমতী নদীর বাঁকে, কাঠমান্ডুর সন্নিকটে, নেপালের মনলোভা উপত্যকায় রয়েছে পশুপতিনাথ মন্দির। এই মন্দির পশুপতিনাথের আরাধনার উদ্দেশ্যে সমর্পিত। নেপালের প্রাচীনতম মন্দিরগুলির অন্যতম পশুপতিনাথ উপসনাস্থল। মন্দিরের গর্ভগৃহ এবং মন্দিরের প্রাঙ্গণ হল সমগ্র মন্দিরের সর্বাপেক্ষা পবিত্র স্থল। এই মন্দির তৈরি হয়েছে নেপালের প্যাগোডার ধাঁচে। ছাদ তৈরি হয়েছে সোনার প্রলেপ দেওয়া তামা ধাতু দিয়ে। মন্দিরে প্রবেশের প্রধান দরজায় রয়েছে রুপোর প্রলেপ দেওয়া।

6 / 9
মুক্তি গুপ্তেশ্বর, অস্ট্রেলিয়া : গুপ্তেশ্বর হলেন ১৩ তম জ্যোতির্লিঙ্গ। মানবনির্মিত মুক্ত গুপ্তেশ্বরের মন্দিরে আরাধনা করা হয় মহাদেবের। এই মন্দিরটি বিশ্বের প্রথম এবং একমাত্র মানবনির্মিত গুহামন্দির। মন্দিরটি রয়েছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস প্রদেশের মিন্টো এলাকায়। অসংখ্য তীর্থযাত্রীর সমাগম হয় এই প্রদেশে। মন্দিরে প্রধান উপাস্য মুক্তি গুপ্তেশ্বর। অবশ্য মন্দিরের অভ্যন্তরে ১২টি অন্যান্য জ্যোতির্লিঙ্গের প্রতিরূপ রয়েছে।

মুক্তি গুপ্তেশ্বর, অস্ট্রেলিয়া : গুপ্তেশ্বর হলেন ১৩ তম জ্যোতির্লিঙ্গ। মানবনির্মিত মুক্ত গুপ্তেশ্বরের মন্দিরে আরাধনা করা হয় মহাদেবের। এই মন্দিরটি বিশ্বের প্রথম এবং একমাত্র মানবনির্মিত গুহামন্দির। মন্দিরটি রয়েছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস প্রদেশের মিন্টো এলাকায়। অসংখ্য তীর্থযাত্রীর সমাগম হয় এই প্রদেশে। মন্দিরে প্রধান উপাস্য মুক্তি গুপ্তেশ্বর। অবশ্য মন্দিরের অভ্যন্তরে ১২টি অন্যান্য জ্যোতির্লিঙ্গের প্রতিরূপ রয়েছে।

7 / 9
জাভার প্রম্বানন মন্দির, ইন্দোনেশিয়া : ৪৭ মিটার সুউচ্চ মন্দিরের উচ্চ এবং নিম্ন ঝুলবারান্দা রয়েছে এই মন্দিরের। মহাদেব, বিষ্ণু এবং ব্রহ্মার উদ্দেশ্যে নির্মিত অন্যতম গুরুত্বপূর্ণ মন্দির হল জাভার প্রম্বানন মন্দির। এই মন্দিরকে দেবতার আবাসস্থল হিসেবে বর্ণনা করা হয়েছে নানা গ্রন্থে। সর্বমোট ২৪০টি ছোট ছোট মন্দির রয়েছে মন্দির প্রাঙ্গণে। মনে করা হয় অষ্টম শতাব্দীতে এই মন্দিরের নির্মাণ হয়েছিল।

জাভার প্রম্বানন মন্দির, ইন্দোনেশিয়া : ৪৭ মিটার সুউচ্চ মন্দিরের উচ্চ এবং নিম্ন ঝুলবারান্দা রয়েছে এই মন্দিরের। মহাদেব, বিষ্ণু এবং ব্রহ্মার উদ্দেশ্যে নির্মিত অন্যতম গুরুত্বপূর্ণ মন্দির হল জাভার প্রম্বানন মন্দির। এই মন্দিরকে দেবতার আবাসস্থল হিসেবে বর্ণনা করা হয়েছে নানা গ্রন্থে। সর্বমোট ২৪০টি ছোট ছোট মন্দির রয়েছে মন্দির প্রাঙ্গণে। মনে করা হয় অষ্টম শতাব্দীতে এই মন্দিরের নির্মাণ হয়েছিল।

8 / 9
মুনেশ্বরম মন্দির, শ্রীলঙ্কা : পুরাণ অনুসারে, সেই রামায়ণের আমল থেকেই মুনেশ্বরম মন্দিরের অস্তিত্ব রয়েছে। রাবণকে পরাজিত করার পরে মুনেশ্বরমেই দেবাধিদেব মহাদেবের পূজা দিয়েছিলেন রাম। মুনেশ্বর মন্দিরপ্রাঙ্গণে পাঁচটি মন্দির রয়েছে। কেন্দ্রস্থলের মন্দিরটি মহাদেবের উদ্দেশ্যে নির্মিত ও সমর্পিত। নবরাত্রি এবং শিবরাত্রিতে ভক্তের দল যখন উৎসব উদ্যাপন ক঩রেন তখন তা বিশ্ববাসীর কাছে বিস্ময়ের কারণ হয়ে দাঁড়ায়।

মুনেশ্বরম মন্দির, শ্রীলঙ্কা : পুরাণ অনুসারে, সেই রামায়ণের আমল থেকেই মুনেশ্বরম মন্দিরের অস্তিত্ব রয়েছে। রাবণকে পরাজিত করার পরে মুনেশ্বরমেই দেবাধিদেব মহাদেবের পূজা দিয়েছিলেন রাম। মুনেশ্বর মন্দিরপ্রাঙ্গণে পাঁচটি মন্দির রয়েছে। কেন্দ্রস্থলের মন্দিরটি মহাদেবের উদ্দেশ্যে নির্মিত ও সমর্পিত। নবরাত্রি এবং শিবরাত্রিতে ভক্তের দল যখন উৎসব উদ্যাপন ক঩রেন তখন তা বিশ্ববাসীর কাছে বিস্ময়ের কারণ হয়ে দাঁড়ায়।

9 / 9
আরুলমিগু শ্রী রাজা কালিয়াম্মান মন্দির, মালয়েশিয়া :আরুলমিগু শ্রী রাজা কালিয়াম্মান কাচের মন্দির ছিল ইতিহাসের প্রথম কাচনির্মিত মন্দির। মালয়েশিয়াতেও এমন মন্দির ওই একটিই রয়েছে। এই মন্দিরে শিবের উপাসনাস্থলের দেওয়ালটি ৩ লক্ষ রুদ্রাক্ষ খচিত। ফলে অন্যান্য মন্দিরের তুলনায় এই বিশেষ মন্দিরটি হয়ে উঠেছে স্বতন্ত্র এবং চিত্তাকর্ষক। মন্দিরের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি পদ্ম। সেই পদ্মের উপর উপবিষ্ট রয়েছেন মাহাদেব।

আরুলমিগু শ্রী রাজা কালিয়াম্মান মন্দির, মালয়েশিয়া :আরুলমিগু শ্রী রাজা কালিয়াম্মান কাচের মন্দির ছিল ইতিহাসের প্রথম কাচনির্মিত মন্দির। মালয়েশিয়াতেও এমন মন্দির ওই একটিই রয়েছে। এই মন্দিরে শিবের উপাসনাস্থলের দেওয়ালটি ৩ লক্ষ রুদ্রাক্ষ খচিত। ফলে অন্যান্য মন্দিরের তুলনায় এই বিশেষ মন্দিরটি হয়ে উঠেছে স্বতন্ত্র এবং চিত্তাকর্ষক। মন্দিরের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি পদ্ম। সেই পদ্মের উপর উপবিষ্ট রয়েছেন মাহাদেব।

Next Photo Gallery