Barcelona: লেওয়ানডস্কির জোড়া গোল, অনবদ্য জয় বার্সার

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Aug 29, 2022 | 9:00 AM

Barcelona:লা লিগায় অনবদ্য জয় বার্সেলোনার। জোড়া গোল করলেন বার্সার পোল্যান্ডের তারকা ফুটবলার রবার্ট লেওয়ানডস্কি। রিয়াল ভায়োদোলিদকে ৪-০ ব্যবধানে হারাল বার্সেলোনা।

1 / 5
রিয়াল ভায়াদোলিদের বিরুদ্ধে ৪-০ ব্যবধানে জিতল বার্সেলোনা। জোড়া গোল করলেন রবার্ট লেওয়ানডস্কি। (ছবি : টুইটার)

রিয়াল ভায়াদোলিদের বিরুদ্ধে ৪-০ ব্যবধানে জিতল বার্সেলোনা। জোড়া গোল করলেন রবার্ট লেওয়ানডস্কি। (ছবি : টুইটার)

2 / 5
ম্যাচের ২৪ মিনিটেই লেওয়ানডস্কির গোলে এগিয়ে যায় বার্সেলানো। প্রথমার্ধে বার্সার হয়ে ব্যবধান বাড়ান পেড্রি। (ছবি : টুইটার)

ম্যাচের ২৪ মিনিটেই লেওয়ানডস্কির গোলে এগিয়ে যায় বার্সেলানো। প্রথমার্ধে বার্সার হয়ে ব্যবধান বাড়ান পেড্রি। (ছবি : টুইটার)

3 / 5
দ্বিতীয়ার্ধে আরও একটা গোল রবার্ট লেওয়ানডস্কির। ম্যাচের ইনজুরি টাইমে সের্জি রবার্তোর গোলে ৪-০ বার্সেলোনার। (ছবি : টুইটার)

দ্বিতীয়ার্ধে আরও একটা গোল রবার্ট লেওয়ানডস্কির। ম্যাচের ইনজুরি টাইমে সের্জি রবার্তোর গোলে ৪-০ বার্সেলোনার। (ছবি : টুইটার)

4 / 5
ন্যু ক্যাম্পে সরকারি হিসেবে ৮৩৯৭২ সমর্থক উপস্থিত ছিলেন। এত দর্শক উপস্থিতিও তাতিয়েছিল বার্সেলোনাকে। (ছবি : টুইটার)

ন্যু ক্যাম্পে সরকারি হিসেবে ৮৩৯৭২ সমর্থক উপস্থিত ছিলেন। এত দর্শক উপস্থিতিও তাতিয়েছিল বার্সেলোনাকে। (ছবি : টুইটার)

5 / 5
ম্যাচে বার্সার জার্সিতে অভিষেক হয় জুলেস কৌন্ডের। অভিষেক ম্যাচেই ঘরের মাঠে এত দর্শকের সামনে বড় জয়, উচ্ছ্বাসে ভাসছেন জুলেস। (ছবি : টুইটার)

ম্যাচে বার্সার জার্সিতে অভিষেক হয় জুলেস কৌন্ডের। অভিষেক ম্যাচেই ঘরের মাঠে এত দর্শকের সামনে বড় জয়, উচ্ছ্বাসে ভাসছেন জুলেস। (ছবি : টুইটার)

Next Photo Gallery