Bangla NewsPhoto gallery India star all rounder Hardik Pandya took 3 wickets and scores 33 not out at Asia Cup 2022 IND vs PAK
Asia Cup 2022: দুবাইতে পাক বধে ব্যাটে-বলে সেরা হার্দিক
Hardik Pandya: রবিরাতে দুবাইতে বাবর আজমের পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে রোহিত শর্মার ভারত। ব্যাটে-বলে দুরন্ত লড়াই করে ম্যাচের সেরার পুরস্কার নিয়ে গেলেন ভারতীয় তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। মেগা ম্যাচ জেতাতে কোনও খামতি রাখেননি তিনি। ৪ ওভার বল করে ২৫ রান দেন হার্দিক। তুলে নেন ৩টি উইকেট। ব্যাট হাতে ১৭ বলে ৩৩ নট আউট। এতেই শেষ নয়। শেষ ওভারের চতুর্থ বলে ছক্কা হাঁকিয়ে পাকিস্তানকে দুরমুশ করে মাঠ ছাড়েন হার্দিক।