La Liga: এস্পানিওলকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক রিয়াল মাদ্রিদের
লা লিগায় (La Liga) রবিরাতে এস্পানিওলকে (Espanyol) ৩-১ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ (Real Madrid)। রিয়ালের হয়ে জোড়া গোল করিম বেঞ্জেমার। অপর একটি গোল ভিনিসিয়াস জুনিয়র এর। অন্যদিকে এস্পানিওলের হয়ে একমাত্র গোলটি করেন জোসেলু।