Unknown Facts: বঙ্গের সঙ্গে নিবিড় যোগ, গায়ে বইছে বাঙালি রক্ত, জানেন কি হৃতিকের কোন নিকটাত্মীয় বাঙালি?

Hrithik Roshan: ছোটবেলা কেটেছে ভাতে-মাছে। আর ওই যে তাঁর ডাক নাম 'ডুগগু'-- তাও কিন্তু দিয়েছেন হৃতিকের সেই বাঙালি নিকটাত্মীয়। কে তিনি?

| Edited By: | Updated on: Jul 31, 2022 | 8:49 PM
৫০ ছুঁতে আর মাত্র দুই বছর বাকি তাঁর। তবু তিনি হট, তিনি সুপারস্টার। তিনি হৃতিক রোশন। সকলেই জানেন হৃতিক পঞ্জাবি। তবে অনেকেই জানেন বাংলার সঙ্গে রয়েছে তাঁর এক নিবিড় যোগ। তিনি আধা-বাঙালিও বলা যেতে পারে। ছোটবেলা কেটেছে ভাতে-মাছে। আর ওই যে তাঁর ডাক নাম 'ডুগগু'-- তাও কিন্তু দিয়েছেন হৃতিকের সেই বাঙালি নিকটাত্মীয়। কে তিনি?

৫০ ছুঁতে আর মাত্র দুই বছর বাকি তাঁর। তবু তিনি হট, তিনি সুপারস্টার। তিনি হৃতিক রোশন। সকলেই জানেন হৃতিক পঞ্জাবি। তবে অনেকেই জানেন বাংলার সঙ্গে রয়েছে তাঁর এক নিবিড় যোগ। তিনি আধা-বাঙালিও বলা যেতে পারে। ছোটবেলা কেটেছে ভাতে-মাছে। আর ওই যে তাঁর ডাক নাম 'ডুগগু'-- তাও কিন্তু দিয়েছেন হৃতিকের সেই বাঙালি নিকটাত্মীয়। কে তিনি?

1 / 7
তিনি আর কেউ নন, ইরা রোশন, যিনি সম্পর্কে অভিনেতার ঠাকুমা অর্থাৎ রাকেশ রোশনের মা। মাত্র কুড়ি বছর বয়সে যিনি কলকাতা ছেড়ে পাড়ি দেন দিল্লি অল ইন্ডিয়া রেডিয়োতে। তারপরের ঘটনাটা সিনেমার মতো।

তিনি আর কেউ নন, ইরা রোশন, যিনি সম্পর্কে অভিনেতার ঠাকুমা অর্থাৎ রাকেশ রোশনের মা। মাত্র কুড়ি বছর বয়সে যিনি কলকাতা ছেড়ে পাড়ি দেন দিল্লি অল ইন্ডিয়া রেডিয়োতে। তারপরের ঘটনাটা সিনেমার মতো।

2 / 7
ইরা নিজেও ছিলেন সঙ্গীতশিল্পী। হৃতিকের ঠাকুরদার সঙ্গে গানের সূত্রেই আলাপ হয় তাঁর। রোশনলাল নগরাথ ছিলেন সঙ্গীত পরিচালক। খুব কম দিনেই ইরা ও তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেখান থেকে বিয়ে ও সংসার। তবে মজার ব্যাপার আরও রয়েছে।

ইরা নিজেও ছিলেন সঙ্গীতশিল্পী। হৃতিকের ঠাকুরদার সঙ্গে গানের সূত্রেই আলাপ হয় তাঁর। রোশনলাল নগরাথ ছিলেন সঙ্গীত পরিচালক। খুব কম দিনেই ইরা ও তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেখান থেকে বিয়ে ও সংসার। তবে মজার ব্যাপার আরও রয়েছে।

3 / 7
রাকেশ বাংলা বলতে পারলেও, হৃতিক কিন্তু তা পারেন না। তবে বাঙালি খাবার তাঁর বেশ পছন্দ। রসগোল্লার ভক্ত তিনি। আর মিষ্টি দই? সেও দারুণ প্রিয় তাঁর।

রাকেশ বাংলা বলতে পারলেও, হৃতিক কিন্তু তা পারেন না। তবে বাঙালি খাবার তাঁর বেশ পছন্দ। রসগোল্লার ভক্ত তিনি। আর মিষ্টি দই? সেও দারুণ প্রিয় তাঁর।

4 / 7
আর ওই যে ডাকনাম, তাও কিন্তু দেওয়া ঠাকুমারই। রাকেশ রোশনের ডাক নাম ছিল গুড্ডু। ইরা নাকি চেয়েছিলেন ছেলের নামের সঙ্গে মিলিয়ে নাতির নাম রাখতে। আর সে কারণেই গুড্ডুর ছেলে হয়ে যান ডুগগু।

আর ওই যে ডাকনাম, তাও কিন্তু দেওয়া ঠাকুমারই। রাকেশ রোশনের ডাক নাম ছিল গুড্ডু। ইরা নাকি চেয়েছিলেন ছেলের নামের সঙ্গে মিলিয়ে নাতির নাম রাখতে। আর সে কারণেই গুড্ডুর ছেলে হয়ে যান ডুগগু।

5 / 7
ইন্ডাস্ট্রি বলে রোশন পরিবারের ইরার কথাই ছিল শেষ কথা। রান্না করা ছিল তাঁর শখ ঠাকুমার হাতের তৈরি মাছ ছিল অভিনেতার বড় প্রিয়। বাংলা অভিনেতার বড় প্রিয়, এ কথা বহুবার কলকাতায় এসে বলেছেন তিনি। জানিয়েছেন ঠাকুমা চাইতেন এখান থেকেই কেরিয়ার শুরু হোক তাঁর।

ইন্ডাস্ট্রি বলে রোশন পরিবারের ইরার কথাই ছিল শেষ কথা। রান্না করা ছিল তাঁর শখ ঠাকুমার হাতের তৈরি মাছ ছিল অভিনেতার বড় প্রিয়। বাংলা অভিনেতার বড় প্রিয়, এ কথা বহুবার কলকাতায় এসে বলেছেন তিনি। জানিয়েছেন ঠাকুমা চাইতেন এখান থেকেই কেরিয়ার শুরু হোক তাঁর।

6 / 7
কেরিয়ার শুরু না হলেও কলকাতাতেই প্রথম স্টেজ অ্যাপিয়ারেন্স করেছিলেন তিনি। আজও শহরে এলে তাই নস্টালজ্যিক হয়ে পড়েন হৃতিক। মনে পড়ে যায় তাঁর 'ঠামি'র কথা। ২০০৫ সালেই ঠামি যে ছেড়ে চলে গিয়েছে তাঁকে।

কেরিয়ার শুরু না হলেও কলকাতাতেই প্রথম স্টেজ অ্যাপিয়ারেন্স করেছিলেন তিনি। আজও শহরে এলে তাই নস্টালজ্যিক হয়ে পড়েন হৃতিক। মনে পড়ে যায় তাঁর 'ঠামি'র কথা। ২০০৫ সালেই ঠামি যে ছেড়ে চলে গিয়েছে তাঁকে।

7 / 7
Follow Us: