FIFA World Cup 2022: লেওয়ানডস্কির সুঠাম শরীরের পিছনের রহস্য জানেন?

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Dec 04, 2022 | 7:00 AM

নিউট্রিশানিস্ট বউয়ের তত্বাবোধনে এক্কেবারে 'ফিট অ্যান্ড ফাইন' রয়েছেন ক্যাপটেন।

1 / 5
পোল্যান্ডের অধিনায়ক তথা বার্সেলোনা তারকা ৩৪ বছর বয়সেও তাঁর সুঠাম শরীরের জন্য বিখ্যাত। তাঁর এই সুন্দর 'ফিট অ্যান্ড ফাইন'চেহারার পিছনের রহস্য জানতে আগ্রহী বহু ফ্যান। ছবি: টুইটার

পোল্যান্ডের অধিনায়ক তথা বার্সেলোনা তারকা ৩৪ বছর বয়সেও তাঁর সুঠাম শরীরের জন্য বিখ্যাত। তাঁর এই সুন্দর 'ফিট অ্যান্ড ফাইন'চেহারার পিছনের রহস্য জানতে আগ্রহী বহু ফ্যান। ছবি: টুইটার

2 / 5
এ বার সামনে এল পোল্যান্ড ক্যাপটেনের ডায়েট চার্ট। তাঁর স্ত্রী অ্যানা লেওয়ানডস্কি হলেন পোল্যান্ডের ফিটনেসের মুখ। এখানেই শেষ নয় তিনি ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট চ্যাম্পিয়ন ও পেশায় একজন নিউট্রিশনিস্ট। জানা যাচ্ছে 'ফিটনেস অফ পোল্যান্ডই' খেয়াল রাখেন স্বামীর শরীরের।  ছবি: টুইটার

এ বার সামনে এল পোল্যান্ড ক্যাপটেনের ডায়েট চার্ট। তাঁর স্ত্রী অ্যানা লেওয়ানডস্কি হলেন পোল্যান্ডের ফিটনেসের মুখ। এখানেই শেষ নয় তিনি ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট চ্যাম্পিয়ন ও পেশায় একজন নিউট্রিশনিস্ট। জানা যাচ্ছে 'ফিটনেস অফ পোল্যান্ডই' খেয়াল রাখেন স্বামীর শরীরের। ছবি: টুইটার

3 / 5
অ্যানার বানানো ডায়েট চার্ট মেনেই চলেন ক্যাপটেন। তাঁর ডায়েট চার্টে রয়েছে মিলেট, ব্রাউনি,প্যানকেক, খেজুর, এনার্জি বার ইত্যাদি। এছাড়াও থাকে উচ্চমানের মাছ,দারুচিনি সহযোগে বিটের জুস,স্যালাড ও স্যুপ এবং আমন্ড মিল্ক। ছবি: টুইটার

অ্যানার বানানো ডায়েট চার্ট মেনেই চলেন ক্যাপটেন। তাঁর ডায়েট চার্টে রয়েছে মিলেট, ব্রাউনি,প্যানকেক, খেজুর, এনার্জি বার ইত্যাদি। এছাড়াও থাকে উচ্চমানের মাছ,দারুচিনি সহযোগে বিটের জুস,স্যালাড ও স্যুপ এবং আমন্ড মিল্ক। ছবি: টুইটার

4 / 5
তাঁর স্ত্রী অ্যানা জানিয়েছেন, তাঁরা প্রোটিন ও কার্বোহাইড্রেট আলাদাভাবে গ্রহণ করেন। এছাড়াও ভালো মানের ল্যাকটোস ফ্রি খাবার খান। ভাজা জাতীয় খাবার এবং ফাস্ট ফুড একেবারেই মুখে তোলেন না ক্যাপটেন। ছবি: টুইটার

তাঁর স্ত্রী অ্যানা জানিয়েছেন, তাঁরা প্রোটিন ও কার্বোহাইড্রেট আলাদাভাবে গ্রহণ করেন। এছাড়াও ভালো মানের ল্যাকটোস ফ্রি খাবার খান। ভাজা জাতীয় খাবার এবং ফাস্ট ফুড একেবারেই মুখে তোলেন না ক্যাপটেন। ছবি: টুইটার

5 / 5
সেই সঙ্গেই চিনি, ময়দা ও কাঁচা দুধ একেবারেই বর্জন করেছেন বার্সেলোনা স্টার। নিউট্রিশনিস্ট বউয়ের তত্বাবধানে এক্কেবারে 'ফিট অ্যান্ড ফাইন' রয়েছেন ক্যাপটেন। কাতার বিশ্বকাপে দলের হয়ে সৌদি আরবের বিরুদ্ধে ১ টি গোলও করেন। ছবি: টুইটার

সেই সঙ্গেই চিনি, ময়দা ও কাঁচা দুধ একেবারেই বর্জন করেছেন বার্সেলোনা স্টার। নিউট্রিশনিস্ট বউয়ের তত্বাবধানে এক্কেবারে 'ফিট অ্যান্ড ফাইন' রয়েছেন ক্যাপটেন। কাতার বিশ্বকাপে দলের হয়ে সৌদি আরবের বিরুদ্ধে ১ টি গোলও করেন। ছবি: টুইটার

Next Photo Gallery