Monsoon Vegetables: বর্ষাকালে এই ৪ শাক-সবজি খেলে পড়তে পারেন মহা বিপদে
megha |
Jul 04, 2024 | 1:03 PM
Diet Tips for Health: বর্ষাকাল মানেই হাজার একটা রোগ। কখনও সর্দি-কাশিতে ভুগতে হচ্ছে। আবার কখনও পেট খারাপ বিরক্ত করছে। এই মরশুমে সুস্থ থাকার একমাত্র উপায় হল ডায়েট। কিন্তু বর্ষাকালে সব ধরনের খাবার খাওয়া যায় না। এমনকি শাকসবজিতেও রয়েছে বাধা।
1 / 8
বর্ষাকাল মানেই হাজার একটা রোগ। কখনও সর্দি-কাশিতে ভুগতে হচ্ছে। আবার কখনও পেট খারাপ বিরক্ত করছে। এই মরশুমে সুস্থ থাকার একমাত্র উপায় হল ডায়েট।
2 / 8
সুস্থ লাইফস্টাইলের জন্য জরুরি হল স্বাস্থ্যকর খাবার। আর মরশুমি শাকসবজি ও ফল স্বাস্থ্যের জন্য সবচেয়ে বেশি উপকারী। কিন্তু বর্ষাকালে সব ধরনের খাবার খাওয়া যায় না।
3 / 8
বর্ষাকালে রাস্তার খাবার সম্পূর্ণরূপে এড়িয়ে যাওয়া উচিত। বাইরের ভাজাভুজি, জাঙ্ক ফুড স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। এতে পেট খারাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
4 / 8
তাজা শাকসবজি, ফলের মতো স্বাস্থ্যকর খাবার আর কিছু হয় না। কিন্তু সমস্যা হল, বর্ষাকালে সব ধরনের সবজি বা শাক খাওয়াও যায় না। সেখানেও হতে পারে বিপত্তি।
5 / 8
বেগুনের মধ্যে অ্যালকালয়েড রয়েছে, যা সবজিকে পোকামাকড়ের হাত থেকে রক্ষা করে। অথচ, এই রাসায়নিকই মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। বর্ষাকালে বেগুন খেলে স্কিন র্যাশ, চুলকানি, বমি বমি ভাব দেখা দিতে পারে।
6 / 8
বর্ষাকালে কোনও শাকই খাওয়া উচিত নয়। আর্দ্রতা বেড়ে যাওয়ার কারণে শাকের মধ্যে ব্যাকটেরিয়া জন্মানোর সম্ভাবনা বেশি থাকে। তাই বর্ষায় শাকের তৈরি পদ না খাওয়াই স্বাস্থ্যের জন্য ভাল।
7 / 8
বর্ষাকালে ছুঁয়ে দেখবেন না ফুলকপি। শীতের ফসল হলে এই খাবার সারাবছরই পাওয়া যায়। ফুলকপির মধ্যে গ্লুকোসিনোলেট নামের রাসায়নিক রয়েছে, যা বৃষ্টির সময় খেলে শরীরে অ্যালার্জির সমস্যা তৈরি করতে পারে।
8 / 8
বর্ষাকালে বেলপেপার খাবেন না। বৃষ্টির কারণে বেলপেপারে থাকা গ্লুকোসিনোলেট আইসোথিওসায়ানেটে রূপান্তরিত হয়। এই মরশুমে বেলপেপার খেলে ডায়ারিয়া, বমি বমি ভাব ও শ্বাসকষ্ট হতে পারে।