Air Fryer: কম তেলে শুধু ভাজাভুজি নয়, এই ৫ খাবারও এয়ার ফ্রায়ারে বানাতে পারেন
Healthy Foods: আজকাল কম তেলে রান্না করার চল। খাবারে যত কম তেল ব্যবহার করবেন, বাড়বে জীবনের আয়ু। তাই তো অনেকেই ননস্টিকের জায়গা এয়ার ফ্রায়ার ব্যবহার করছেন। এয়ার ফ্রায়ারে যে কোনও ভাজাভুজি রান্না খুব সহজেই বানিয়ে ফেলা যায়। তেলেরও খুব একটা প্রয়োজন পড়ে না।
Most Read Stories