AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Relationship Tips: সম্পর্কে একঘেয়েমি আসছে? ৫ কাজ করলে কিন্তু নতুন প্রেমের মতোই গাঢ় হবে রসায়ন

নিজেদের সম্পর্কের ডোর মজবুত করতে মেনে চলুন কয়েকটি সহজ টিপস। দেখবেন বিবাহিত হোক বা লিভ ইন বা দীর্ঘ দিনের প্রেম, সম্পর্ক থাকবে নতুন প্রেমের মতোই তরতাজা।

| Updated on: Aug 02, 2024 | 1:32 PM
Share
ঘটি-বাটি একসঙ্গে থাকলে ঠোকাঠুকি হবেই। তেমনই এক ছাদের তলায় একসঙ্গে থাকলে ঝগড়াঝাটি মান-অভিমান তো থাকবেই। তাই বলে কি সম্পর্ক শেষ হয়ে যায়? বরং বিরহের পরে মিলনের যে অনুভূতি তা শুধু যাঁরা প্রেম করেছেন তাঁরাই জানেন। তবে সম্পর্ক সুস্থ স্বাভাবিক ভাবে টিকিয়ে রাখতে গেলে কিন্তু প্রয়োজন দু'জনের সমান চেষ্টা।

ঘটি-বাটি একসঙ্গে থাকলে ঠোকাঠুকি হবেই। তেমনই এক ছাদের তলায় একসঙ্গে থাকলে ঝগড়াঝাটি মান-অভিমান তো থাকবেই। তাই বলে কি সম্পর্ক শেষ হয়ে যায়? বরং বিরহের পরে মিলনের যে অনুভূতি তা শুধু যাঁরা প্রেম করেছেন তাঁরাই জানেন। তবে সম্পর্ক সুস্থ স্বাভাবিক ভাবে টিকিয়ে রাখতে গেলে কিন্তু প্রয়োজন দু'জনের সমান চেষ্টা।

1 / 8
ভালবাসা আর চেষ্টা থাকলে সব বাঁধা, দূরত্বকে অতিক্রম করা যায়। গলে যায় সব রাগারাগি, মুছে যায় সব খারাপ স্মৃতি। আজকাল সব সম্পর্কের একটাই বড় সমস্যা। তা হল সময়ের অভাব।

ভালবাসা আর চেষ্টা থাকলে সব বাঁধা, দূরত্বকে অতিক্রম করা যায়। গলে যায় সব রাগারাগি, মুছে যায় সব খারাপ স্মৃতি। আজকাল সব সম্পর্কের একটাই বড় সমস্যা। তা হল সময়ের অভাব।

2 / 8
সারাদিন অফিসের চাপ, বাড়িতে এসেও সেই অফিসের কাজ করতে করতে চলে যায় বেশিরভাগ সময়। তারপর আছে বাড়ির কাজ। কিছুটা সময় নিজেদের মতন করে কাটাবেন তার জো নেই। আর এখান থেকেই হয় সমস্যার সূত্রপাত। তাই সময় থাকতে ব্যবস্থা নিন। নিজেদের সম্পর্কের ডোর মজবুত করতে মেনে চলুন কয়েকটি সহজ টিপস। দেখবেন বিবাহিত হোক বা লিভ ইন বা দীর্ঘ দিনের প্রেম, সম্পর্ক থাকবে নতুন প্রেমের মতোই তরতাজা।

সারাদিন অফিসের চাপ, বাড়িতে এসেও সেই অফিসের কাজ করতে করতে চলে যায় বেশিরভাগ সময়। তারপর আছে বাড়ির কাজ। কিছুটা সময় নিজেদের মতন করে কাটাবেন তার জো নেই। আর এখান থেকেই হয় সমস্যার সূত্রপাত। তাই সময় থাকতে ব্যবস্থা নিন। নিজেদের সম্পর্কের ডোর মজবুত করতে মেনে চলুন কয়েকটি সহজ টিপস। দেখবেন বিবাহিত হোক বা লিভ ইন বা দীর্ঘ দিনের প্রেম, সম্পর্ক থাকবে নতুন প্রেমের মতোই তরতাজা।

3 / 8
একে অপরের সঙ্গে সময় কাটানোর ভাল উপায় হতে পারে শরীর চর্চা। নিজেকে ফিট রাখতে দিনের ৩০ মিনিট সময় শরীর চর্চার জন্য ব্যয় করাই উচিত। সেটাই বরং রোজ করুন আপনার সঙ্গীর সঙ্গে। নিজের স্বাস্থ্যের সঙ্গে সঙ্গে সম্পর্কের স্বাস্থ্যও ভাল থাকবে। এই সময় যদি মাঝেসাঝে চলে হালকা 'ফ্লার্টিং' তাহলে তো কথাই নেই।

একে অপরের সঙ্গে সময় কাটানোর ভাল উপায় হতে পারে শরীর চর্চা। নিজেকে ফিট রাখতে দিনের ৩০ মিনিট সময় শরীর চর্চার জন্য ব্যয় করাই উচিত। সেটাই বরং রোজ করুন আপনার সঙ্গীর সঙ্গে। নিজের স্বাস্থ্যের সঙ্গে সঙ্গে সম্পর্কের স্বাস্থ্যও ভাল থাকবে। এই সময় যদি মাঝেসাঝে চলে হালকা 'ফ্লার্টিং' তাহলে তো কথাই নেই।

4 / 8
সারাদিনের কাজের মাঝে খাওয়া দাওয়ার সময়ের ঠিক থাকে না। কিন্তু দিনের একটা সময় আপনার সঙ্গীর জন্য রাখুন, নিয়ম করে এক বেলার খাবার একসঙ্গে খান। তাতে প্রেম বাড়ে। সেই সময় অন্য সব চিন্তা ভুলে, নিজেদের কথা বলুন। সারাদিনের কর্মব্যস্ততার মাঝে এটাই হতে পারে আপনাদের একান্ত সময়।

সারাদিনের কাজের মাঝে খাওয়া দাওয়ার সময়ের ঠিক থাকে না। কিন্তু দিনের একটা সময় আপনার সঙ্গীর জন্য রাখুন, নিয়ম করে এক বেলার খাবার একসঙ্গে খান। তাতে প্রেম বাড়ে। সেই সময় অন্য সব চিন্তা ভুলে, নিজেদের কথা বলুন। সারাদিনের কর্মব্যস্ততার মাঝে এটাই হতে পারে আপনাদের একান্ত সময়।

5 / 8
একসঙ্গে থাকলে মতানৈক্য, ঝগড়াঝাটি হতেই পারে। তবে সেই রাগ পুষে না রাখাই ভাল। তাতে নিজেদের মধ্যে তিক্ততা বাড়ে। নিজেদের মধ্যে 'ইগো' না রেখে দিনের ঝগড়া দিনেই মিটিয়ে ফেলুন। নিজেদের মধ্যে কথা বলুন, কোনও সমস্যা থাকলে তা মিটিয়ে নিন।

একসঙ্গে থাকলে মতানৈক্য, ঝগড়াঝাটি হতেই পারে। তবে সেই রাগ পুষে না রাখাই ভাল। তাতে নিজেদের মধ্যে তিক্ততা বাড়ে। নিজেদের মধ্যে 'ইগো' না রেখে দিনের ঝগড়া দিনেই মিটিয়ে ফেলুন। নিজেদের মধ্যে কথা বলুন, কোনও সমস্যা থাকলে তা মিটিয়ে নিন।

6 / 8
মুখে না বললেও নিজের প্রশংসা শুনতে ভালবাসেন সকলেই। আর সেই সাধু বাক্য যদি আসে মনের মানুষের মুখ থেকে তা হলে তো আহ্লাদে আটখানা।       সঙ্গীর ছোট ছোট কাজকে অভিবাদন জানান। এতে প্রেম কিন্তু আরও গাঢ় হবে।

মুখে না বললেও নিজের প্রশংসা শুনতে ভালবাসেন সকলেই। আর সেই সাধু বাক্য যদি আসে মনের মানুষের মুখ থেকে তা হলে তো আহ্লাদে আটখানা। সঙ্গীর ছোট ছোট কাজকে অভিবাদন জানান। এতে প্রেম কিন্তু আরও গাঢ় হবে।

7 / 8
মনে রাখবেন বিবাহিত হোক বা লিভ ইন, প্রেমের সম্পর্কে স্পর্শটাও ভীষণ জরুরী। রোজ যৌন সম্পর্কে লিপ্ত হতে হবে এমন কোনও কথা নেই। রাতে শুতে যাওয়ার সময় 'কাডেল' করতে পারেন। নিদেন পক্ষে সঙ্গীকে স্নেহের চুম্বন দিতে ভুলবেন না কিন্তু। সঙ্গীর হাতে হাত রাখুন, জড়িয়ে ধরুন, তাঁর প্রতি নিজের টান অনুভাব করান। এতে সঙ্গীর ভাল লাগবে, সম্পর্কের রসায়ন আরও গাঢ় হবে।

মনে রাখবেন বিবাহিত হোক বা লিভ ইন, প্রেমের সম্পর্কে স্পর্শটাও ভীষণ জরুরী। রোজ যৌন সম্পর্কে লিপ্ত হতে হবে এমন কোনও কথা নেই। রাতে শুতে যাওয়ার সময় 'কাডেল' করতে পারেন। নিদেন পক্ষে সঙ্গীকে স্নেহের চুম্বন দিতে ভুলবেন না কিন্তু। সঙ্গীর হাতে হাত রাখুন, জড়িয়ে ধরুন, তাঁর প্রতি নিজের টান অনুভাব করান। এতে সঙ্গীর ভাল লাগবে, সম্পর্কের রসায়ন আরও গাঢ় হবে।

8 / 8