Colored Hair: পুজোর আগে চুলে রং করাবেন? এই ৫ নিয়ম না মানলে রং দু’দিনে ফিকে দেখাবে

Hair Care Tips: চুলে রং করানোর পর লুকেও পরিবর্তন আসে। কিন্তু মন খারাপ হয়ে যায় যখন চুলের রং ফিকে হয়ে যায়। সময়ের সঙ্গে চুলের রং ফিকে হতে থাকে। কিন্তু চুলে একবার রং করালে তা প্রায় এক থেকে দেড় বছর পর্যন্ত ভাল থাকে।

| Edited By: | Updated on: Sep 20, 2024 | 12:49 PM
চুলে রং করানোর পর লুকেও পরিবর্তন আসে। কিন্তু মন খারাপ হয়ে যায় যখন চুলের রং ফিকে হয়ে যায়।

চুলে রং করানোর পর লুকেও পরিবর্তন আসে। কিন্তু মন খারাপ হয়ে যায় যখন চুলের রং ফিকে হয়ে যায়।

1 / 8
সময়ের সঙ্গে চুলের রং ফিকে হতে থাকে। কিন্তু চুলে একবার রং করালে তা প্রায় এক থেকে দেড় বছর পর্যন্ত ভাল থাকে।

সময়ের সঙ্গে চুলের রং ফিকে হতে থাকে। কিন্তু চুলে একবার রং করালে তা প্রায় এক থেকে দেড় বছর পর্যন্ত ভাল থাকে।

2 / 8
পুজোর আগে অনেকেরই প্ল্যান থাকে চুলে রং করানোর। এই রংকে বেশি দিন টিকিয়ে রাখার জন্য কয়েকটি নিয়ম মানতে হবে।

পুজোর আগে অনেকেরই প্ল্যান থাকে চুলে রং করানোর। এই রংকে বেশি দিন টিকিয়ে রাখার জন্য কয়েকটি নিয়ম মানতে হবে।

3 / 8
রং করানোর পর দু'দিন শ্যাম্পু করবেন না। ঘন ঘন শ্যাম্পু করলে চুলের রং ফিকে হয়ে যেতে পারে।

রং করানোর পর দু'দিন শ্যাম্পু করবেন না। ঘন ঘন শ্যাম্পু করলে চুলের রং ফিকে হয়ে যেতে পারে।

4 / 8
সালফেট মুক্ত শ্যাম্পু ব্যবহার করুন। শ্যাম্পুতে ক্ষার বেশি থাকলে রঙের জেল্লা ও চুলের আর্দ্রতা দুটোই নষ্ট হয়ে যাবে।

সালফেট মুক্ত শ্যাম্পু ব্যবহার করুন। শ্যাম্পুতে ক্ষার বেশি থাকলে রঙের জেল্লা ও চুলের আর্দ্রতা দুটোই নষ্ট হয়ে যাবে।

5 / 8
শ্যাম্পুর পাশাপাশি চুলে কন্ডিশনার ও হেয়ার মাস্কও ব্যবহার করুন। এতে চুলের রং টেকসই হয়। পাশাপাশি রং করা চুলের জেল্লা বজায় থাকে।

শ্যাম্পুর পাশাপাশি চুলে কন্ডিশনার ও হেয়ার মাস্কও ব্যবহার করুন। এতে চুলের রং টেকসই হয়। পাশাপাশি রং করা চুলের জেল্লা বজায় থাকে।

6 / 8
কেরাটিন হোক বা বোটক্স—যে কোনও হেয়ার ট্রিটমেন্ট চুলে রং করানোর আগে করুন। রং করানোর কোনও রাসায়নিক ট্রিটমেন্ট করালে চুলের রং ফিকে হয়ে যেতে পারে।

কেরাটিন হোক বা বোটক্স—যে কোনও হেয়ার ট্রিটমেন্ট চুলে রং করানোর আগে করুন। রং করানোর কোনও রাসায়নিক ট্রিটমেন্ট করালে চুলের রং ফিকে হয়ে যেতে পারে।

7 / 8
রং করা চুলে ভুলেও স্ট্রেটনার, ড্রায়ার, কার্লা‌র ব্যবহার করবেন না। চুলে ঘন ঘন তাপ প্রয়োগ করলে রঙের জেল্লা কমে এবং চুলেরও বারোটা বাজে।

রং করা চুলে ভুলেও স্ট্রেটনার, ড্রায়ার, কার্লা‌র ব্যবহার করবেন না। চুলে ঘন ঘন তাপ প্রয়োগ করলে রঙের জেল্লা কমে এবং চুলেরও বারোটা বাজে।

8 / 8
Follow Us: